ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২৬ আগস্ট ২০২৪

ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বদলি গোলকিপার আসিফ হোসেনের দুর্দান্ত নৈপুণ্যে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার নেপালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে ম্যাচের ৩৫তম মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে ফিরতে মরিয়া ভারত একের পর এক আক্রমণ চালালেও বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ চোট পেয়ে মাঠ ছাড়ার পর ৭৪তম মিনিটে সমতায় ফেরে তারা।

বয়সভিত্তিক দলের প্রতিযোগিতা হওয়ায় নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এখানেই বাজিমাত করেন বদলি আসিফ। ভারতের প্রথম ও শেষ শট ঠেকিয়ে দলকে ফাইনালে তোলেন এই গোলকিপার।

বাংলাদেশের হয়ে প্রথম চার শটে লক্ষ্যভেদ করেন পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু আশরাফুল হক আসিফ।

আগামী বুধবার শিরোপা লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে - গোলে জয়ের পর নেপালের কাছে - গোলে হেরেছিল কোচ মারুফুল হকের দল।

মন্তব্য করুন: