আর্জেন্টিনা দলে ফিরলেন দিবালা
২৭ আগস্ট ২০২৪
গত মাসে শেষ হওয়া কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে পাওলো দিবালার না থাকা বেশ বড় চমক হয়ে এসেছিল। এরপর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষণা করা দলেও জায়গা হয়নি এই ফরোয়ার্ডের। তবে শেষ মুহূর্তে হঠাৎ করেই চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে ডাক পেয়েছেন দিবালা।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশ্বকাপ বাছাইপর্বের দলে দিবালার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে দেশটির সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, চোটের কারণে আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি দলে না থাকায় তার বিকল্প হিসেবেই দিলাবাকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে সৌদি প্রো লিগে খেলার বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইতালিয়ান ক্লাব রোমায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই ফরোয়ার্ডের জাতীয় দলে ফেরা সহজ হয়েছে।
সম্প্রতি স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবে পাড়ি না জমানোর কারণ হিসেবে জাতীয় দলে ফেরা আকাঙ্ক্ষার কথা জানান দিবালা।
“আমি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চাই। সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সময় আমি অনেক কিছু বিবেচনা করেছি। আমার পরিবার, স্ত্রী, শহর, দল এবং জাতীয় দলে ফেরার আকাঙ্ক্ষা সামনে রেখেছি। এটা শুধু টাকার ব্যাপার নয়। তবে আপনি যদি পরিমাণটা দেখেন এটা নিয়ে চিন্তা করবেনই। কিন্তু শেষ পর্যন্ত আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে গত ১৯ আগস্ট মেসিকে ছাড়া চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এর চার দিন পর কলম্বিয়ায় খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
মন্তব্য করুন: