চোটে মাঠের বাইরে বার্সার বের্নাল

২৮ আগস্ট ২০২৪

চোটে মাঠের বাইরে বার্সার বের্নাল

হাঁটুর চোটে বার্সেলোনা মিডফিল্ডার মার্ক বের্নালকে মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে থাকতে হবে।

লা লিগার ক্লাবটি বুধবার জানায় বের্নালের বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এএলসি) ছিঁড়ে গেছে।

১৭ বছর বয়সী বের্নাল গত মঙ্গলবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলে জয়ী ম্যাচের শেষ মুহূর্তে বাঁ হাঁটুতে চোট পেলে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, নতুন মৌসুমের প্রথম ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে জয়ে অভিষেক হওয়া বের্নাল এক্সটার্নাল মেনিস্কাসেও চোট পেয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে চোট পাওয়া জায়গায় অস্ত্রোপচার করা হবে।

আগামী শনিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

মন্তব্য করুন: