লিগে এমবাপ্পের শুরু নিয়ে চিন্তিত নন আনচেলত্তি

২৮ আগস্ট ২০২৪

লিগে এমবাপ্পের শুরু নিয়ে চিন্তিত নন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু লা লিগায় নিজের শুরুটা সেভাবে করতে পারেননি তিনি। প্রথম দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন। তবে এই ফরাসি তারকার শুরুর দিকের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন কোচ কার্লো আনচেলত্তি।

গত জুনে ফরাসি ক্লাব পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেন ২৫ বছর বয়সী এমবাপ্পে। এরপর গত ১৪ আগস্ট উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। প্রথম ম্যাচেই গোল করে রিয়ালকে জেতান শিরোপা।

তবে লা লিগায় দুই ম্যাচে এখনও তিনি গোলের দেখা পাননি এমবাপ্পে। মায়োর্কার সঙ্গে ড্র এবং রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ঘরের মাঠে জয়ের ম্যাচে বেশ নিষ্প্রভ ছিলেন।

বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে লাস পালমাসের মুখোমুখি হবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এমবাপ্পের গোল না পাওয়া নিয়ে উদ্বিগ্ন নন জানিয়ে রিয়াল কোচ বলেন, "তার শেষ গোল ছিল ১৪ আগস্ট। মাত্র দুই সপ্তাহ হয়েছে। এটি নিয়ে চিন্তার কিছু নেই। আমরা ক্লাব হিসেবে চিন্তিত নই। তাকেও সেরকম দেখি না।"

সে এখানে খুব খুশি, উচ্ছ্বসিত। অবশ্যই, সে পরের ম্যাচে গোল করতে চায়। ভিনিসুসও গোল করতে চায়। সেও এখন পর্যন্ত এই মৌসুমে গোল করেনি এবং আমি তাকে চিন্তিত দেখছি না।

দলের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পে কাজ করছে জানিয়ে আনচেলত্তি বলেন, “এমবাপ্পে খুব ভালোভাবে উন্নতি করছে। আমি তাকে প্রতিদিন আরও ভালো হতে দেখছি। উদ্দীপ্ত অনুপ্রাণিত হয়ে প্রশিক্ষণ নিচ্ছে। সে খুব বিনয়ী। আমি মনে করি তার মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটি ভালোভাবেই চলছে।

আনচেলত্তি জানান, মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য টনি ক্রুস গত মৌসুম শেষে অবসর নেওয়ার পর এরকম একটি ধীরগতির শুরু প্রত্যাশিত ছিল বলে। এমবাপ্পেকে তিনি সেন্টার-ফরোয়ার্ডের নতুন ভূমিকার সাথে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে। তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা।

মন্তব্য করুন: