বার্সেলোনায় স্বপ্নের অভিষেকের পর উচ্ছ্বসিত ওলমো
২৮ আগস্ট ২০২৪
রায়ো ভায়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন বার্সেলোনার দানি ওলমো। এমন স্বপ্নের মতো অভিষেকের পর তাই স্বভাবতই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার।
মঙ্গলবার ভায়েকানোর মাঠে ২-১ গোলে জেতে ব্যবধানে জেতে বার্সেলোনা।
স্পেনকে ২০২৪ ইউরোর শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর গ্রীষ্মের শুরুতে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ২৬ বছর বয়সী ওলমো। তবে লা লিগার কঠোর আর্থিক নিয়ন্ত্রণের নিয়মের কারণে দুই ম্যাচ পর তার নিবন্ধন করতে পারে কাতালান ক্লাবটি।
১৬ বছর বয়সে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে যোগদানের আগে বার্সার যুব একাডেমিতে সাত বছর কাটানো ওলমো জানান, এই অপেক্ষা সার্থক হয়েছে। কারণ ক্লাবে তার প্রত্যাবর্তন প্রত্যাশার চেয়েও ভালো ছিল।
"আমি অনেক দিন ধরে আমার অভিষেকের জন্য অপেক্ষা করছিলাম এবং এর চেয়ে ভালোভাবে এটি হতে পারত না।”
"অনেক বছর পর বার্সেলোনা এখানে জিতেছে, এটি খেলার জন্য একটি কঠিন মাঠ, তাই ম্যাচ শেষে ফলটি অসামান্য।
"আমি খুব ভালো অনুভব করেছি, আমি সত্যিই এর জন্য অপেক্ষা করছিলাম। আজ অবশেষে এটি ঘটেছে। আমি খুব খুশি যে আমি দলকে সহায়তা করতে পেরেছি এবং গোল করতে পেরেছি। আমি উচ্ছ্বসিত।"
দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯। শনিবার নিজেদের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে হানসি ফ্লিকের শিষ্যরা।
মন্তব্য করুন: