লিভারপুলে যোগ দিলেন ইতালির কিয়েজা

২৯ আগস্ট ২০২৪

লিভারপুলে যোগ দিলেন ইতালির কিয়েজা

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইউভেন্তুস ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন ফেদেরিকো কিয়েজা চার বছরের চুক্তিতে ইতালির এই ফরোয়ার্ডকে দলে নিয়েছে অলরেডরা

বৃহস্পতিবার দুই ক্লাবের পক্ষ হতে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয় ২০২৫ সাল পর্যন্ত কিয়েজার ইউভেন্তুসে থাকার ছিল

ইউভেন্তুস জানায়, কোটি ২০ লাখ ইউরোর চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন কিয়েজা। বিভিন্ন শর্তসাপেক্ষে চুক্তির সঙ্গে আরও ৩০ লাখ ইউরো যোগ করা হতে পারে

২০২২ সালে হাঁটুর গুরুতর চোটের কারণে ১০ মাসের জন্য মাঠের বাইরে চলে যান কিয়েজা সুস্থ হয়ে গত মৌসুমে ইউভেন্তুসের হয়ে ৩৭ ম্যাচে ১০ গোল করেন তিনি পাশাপাশি ৩টি গোলে সহায়তাও করেন

ইতালিয়ান ক্লাবটির হয়ে চার মৌসুমে ১৩১ ম্যাচে মোট ৩২ গোল করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২০ সালে আরেক ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা থেকে ধারে ইউভেন্তুসে যোগ দেন তিনি

লিভারপুলে যোগ দিতে পেরে উচ্ছ্বাসিত কিয়েজা বলেন, "আমি লিভারপুলের খেলোয়াড় হতে পেরে খুবই খুশি যখন (স্পোর্টিং ডিরেক্টর) রিচার্ড হিউস আমাকে ফোন করে বলেছিলেন, 'তুমি কি লিভারপুলে যোগ দিতে চাও?' এবং কোচও আমাকে ফোন করেছিলেন, তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছিলাম কারণ আমি এই ক্লাবের ইতিহাস জানি আমি জানি এটি ভক্তদের কাছে কী অর্থ বহন করে"

ইতালির জার্সি গায়ে এখন পর্যন্ত ৫১ ম্যাচে গোল করা কিয়েজা ২০২০ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন

মন্তব্য করুন:

Add