আবারও হোঁচট খেল রিয়াল
৩০ আগস্ট ২০২৪
নতুন মৌসুমে বাজে সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর আবারও হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিচের সারির দল লাস পালমাসের বিপক্ষে ১-১ সমতায় শেষ করেছে ম্যাচ।
বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে শুরু থেকে রিয়ালের জন্য ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। পাল্টা আক্রমণে ম্যাচের শুরুতেই গোল হজম করে কার্লো আনচেলত্তির দল। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ভিনিসুস জুনিয়র গোল করেন। শেষ পর্যন্ত আরেকটি হতাশাজনক পারফরম্যান্সে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে রেকর্ড ৩৬বারের লিগ চ্যাম্পিয়নরা।
লিগে তৃতীয় ম্যাচে এটি রিয়ালের দ্বিতীয় ড্র। নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারায় তারা। তবে এই জয় পেতেও বেশ বেগ হয় আনচেলত্তির দলকে।
শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে রিয়াল। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৫।
এদিনও রিয়ালের হয়ে বেশ নিষ্প্রব ছিলেন কিলিয়ান এমবাপ্পে। গত জুনে পিএসজি থেকে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে এখনও লা লিগায় নিজের প্রথম গোলের অপেক্ষায় আছেন এই ফরাসি ফরোয়ার্ড।
আগের ম্যাচ থেকে চারটি পরিবর্তন নিয়ে লাস পালমাসের বিপক্ষে দল নামান আনচেলত্তি। তবে তারা আবারও ম্যাচের শুরুতে মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়। পঞ্চম মিনিটে লাস পালমাসকে এগিয়ে দেন আলবার্তো মোলেইরো।
রিয়ালের অগোছালো রক্ষণভাগের সুযোগ নিয়ে আরও এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। তবে গোলরক্ষক থিবো কর্তোয়া তিনটি দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে রদ্রিগো মাঠে নামলে রিয়ালের আক্রমণে কিছুটা গতি পায়। তবে প্রতিপক্ষ গোলর এন্টোনিও রুডিগার, ফেদেরিকো ভালভের্দে, অরলিয়েঁ চুয়ামেনি ও ভিনিসুসের প্রচেষ্টা রাখে দেন।
অবশেষে ৬৯তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের ভেতর লাস পালমাস ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় তারা। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসুস।
আগামী রোববার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেতিস।
মন্তব্য করুন: