প্রথম রাউন্ডেই রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল-ডর্টমুন্ড, বার্সার সামনে বায়ার্ন

৩০ আগস্ট ২০২৪

প্রথম রাউন্ডেই রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল-ডর্টমুন্ড, বার্সার সামনে বায়ার্ন

৩৬ দল নিয়ে নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়াও এই পর্বেই কার্লো আনচেলত্তির দল খেলবে লিভারপুল ও এসি মিলানের মতো দলের বিপক্ষে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

বৃহস্পতিবার মোনাকোয় নতুন ফরম্যাটে শুরু হতে যাওয়া ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়। চিরায়িত ড্রয়ের বদলে এবারের ড্র অনুষ্ঠিত হয় কম্পিউটারের মাধ্যমে।

এখন থেকে চ্যাম্পিয়নস লিগে থাকছে না আগের মতো গ্রুপ পর্বে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে ঘরে এবং বাইরে মিলিয়ে মোট ছয়টি ম্যাচ। নতুন ফরম্যাটে প্রথম রাউন্ড বা লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই ম্যাচগুলোর চারটি হবে ঘরের মাঠে এবং বাকি চারটি হবে প্রতিপক্ষের মাঠে।

ঘরের মাঠে রিয়ালের চার প্রতিপক্ষ ডর্টমুন্ড, এসি মিলান সালজবুর্গ ও স্টুটগার্ট। প্রতিপক্ষের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের অন্য চার প্রতিপক্ষ লিভারপুল, আতালান্তা, লিল ও ব্রেস্তোয়া।

বার্সেলোনার নতুন কোচ হানসি ফ্লিকের সামনে চ্যাম্পিয়নস লিগে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তার সাবেক দল বায়ার্ন ছাড়াও তাদের খেলতে হবে আরেক জার্মান ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে।

ঘরের মাঠে বায়ার্ন ছাড়াও বার্সেলোনা খেলবে আতালান্তা, ইয়ং বয়েজ ও ব্রেস্তোয়ার বিপক্ষে। ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেদ ও মোনাকোর মাঠে স্প্যানিশ দলটি খেলবে নিজেদের অন্য চার ম্যাচ।

নতুন পদ্ধতিতে ড্রয়ের ফলে প্রথম রাউন্ডেই বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে ইন্টার মিলান, পিএসজি ও ইউভেন্তুসের বিপক্ষে।

উয়েফার প্রাথমিক র‌্যাঙ্কিং অনুযায়ী ড্রয়ের জন্য চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। প্রতিটি পট থেকে একটি দলের জন্য দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। এরপর তালিকার ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে শেষ ষোলোর টিকিট পাবে বাকি আটটি দল।

নতুন ফরম্যাটের আসরে নকআউট পর্বে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত খেলা হবে আগের ফরম্যাটেই।

মন্তব্য করুন: