মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না ইন্টার মায়ামি
৩১ আগস্ট ২০২৪
কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট কাটিয়ে অবশেষে অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে ছয় সপ্তাহ পর ইন্টার মায়ামি সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করলেও এখনই তাকে মাঠে নামাতে চাচ্ছেন না কোচ জেরার্দো মার্তিনো।
বাংলাদেশ সময় রোববার সকালে (স্থানীয় সময় শনিবার রাত) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচের জন্য নির্বাচিত খেলোয়াড়দের তালিকায় রাখা হয়নি মেসিকে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন মহাতারকার চোটের সবশেষ অবস্থার কথা জানিয়ে মার্তিনো বলেন, “সে প্রতিদিনই ভালো হচ্ছে। তবে এখনও মেডিকেল ছাড়পত্র পায়নি। আমরা শুক্রবারের অনুশীলনের পর সিদ্ধান্ত নেব সে শিকাগো ভ্রমণ করবে কিনা।”
“মেসি কয়েক সপ্তাহ ধরে বল নিয়ে অনুশীলন করছে। প্রথমে মেডিকেল স্টাফ এবং ফিজিওদের সঙ্গে এবং পরে দলের সঙ্গে কিছু সময় অনুশীলনে যোগ দিয়েছে। তার উন্নতি অব্যাহত রয়েছে।”
মেসির খুব দ্রুত মাঠে ফেরার ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে মায়ামি কোচ বলেস, “সে কেমন বোধ করছে তার উপর ভিত্তি করে এই বিষয়গুলো নিয়ে আমরা লিওর সঙ্গে আলোচনা করছি। এটি এমন একটি চোট যা তাকে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে মাঠের বাইরে রেখেছে। তাই তাকে ফিরতে হলে খুব আত্মবিশ্বাসী হতে হবে।”
গত ১৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির গাঁটের চোট নিয়ে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন মেসি। ডাগআউটে বসেও তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তবে ১-০ গোলে ম্যাচ জিতে রেকর্ড ১৬ বারের মতো আর্জেন্টিনা শিরোপা জেতায় তা পরে আনন্দে রূপ নেয়।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কটের মতে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ছয়বার চোটে পড়েছেন মেসি। তবে এবারের মতো লম্বা সময়ের জন্য আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারকে মাঠের বাইরে থাকতে হয়নি। এই চোটে এখন পর্যন্ত ৪৬ দিন মাঠের বাইরে আছেন তিনি।
মন্তব্য করুন: