ইউনাইটেড থেকে ধারে চেলসিতে যোগ দিলেন স্যাঞ্চো

৩১ আগস্ট ২০২৪

ইউনাইটেড থেকে ধারে চেলসিতে যোগ দিলেন স্যাঞ্চো

গত জানুয়ারি থেকে ধারে বরুশিয়া ডর্টমুন্ডে খেলেছিলেন জ্যাডন স্যাঞ্চো। নতুন মৌসুমে এই ইংলিশ উইঙ্গার নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেও আবারও তাকে অন্য ক্লাবে পাঠানো হয়েছে। তাকে এক বছরের জন্য ধারে দলে নিয়েছে চেলসি।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন ইউনাইটেড থেকে স্যাঞ্চোকে দলে নেয় চেলসি।

বিবিসির রিপোর্ট অনুযায়ী, চেলসি চাইলে স্যাঞ্চোকে স্থায়ীভাবে দলে নিতে পারবে। এ জন্য লন্ডনের ক্লাবটিকে ২ থেকে আড়াই কোটি পাউন্ড খরচ করতে হবে।

২০২১ সালে ডর্টমুন্ড থেকে পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন স্যাঞ্চো। তবে গত বছর কোচ এরিক টেন হাগের সাথে প্রকাশ্য বিবাদের কারণে তাকে গত জানুয়ারিতে জার্মান ক্লাবটিতে ধারে ফিরতে হয়। সেখানে মৌসুমের শেষ পর্যন্ত খেলেন তিনি। ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্যাঞ্চো।

২৪ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৪-২৫ কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে ইউনাইটেডের হয়ে মাঠে নামেন। যদিও টাইব্রেকারে ম্যাচটি হেরে যায় তার দল। তবে লিগের প্রথম দুই ম্যাচের জন্য কোচ টেন হাগ তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করনি।

ইউনাইটেডের হয়ে ৮৩টি ম্যাচে ১২টি গোল করেছেন স্যাঞ্চো। এছাড়াও ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছেন ২৩ ম্যাচে।

রোববার নিজেদের পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি।

মন্তব্য করুন:

Add