এমবাপ্পের ধীরগতির শুরু নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি
৩১ আগস্ট ২০২৪
রিয়াল মাদ্রিদের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পের ধীরগতির শুরু নিয়ে কোনো উদ্বেগ নেই বলে দাবি করেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের মতে, দলের সঙ্গে ফরাসি এই তারকা ভালোভাবে মানিয়ে নিচ্ছেন এবং ধীরে ধীরে দলের সঙ্গে তার সমন্বয় আরও উন্নত হবে।
গত জুনে পিএসজি থেকে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল যোগ দেন এমবাপ্পে। তিন সপ্তাহ আগে উয়েফা সুপার কাপের ফাইনালে আতালান্তার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে একটি গোল করেন তিনি। কিন্তু এখন পর্যন্ত লা লিগার তিনটি ম্যাচে কোনো গোল করতে পারেননি।
বাঁ উইঙ্গার ভিনিসুস জুনিয়রের পার্টনার হিসেবে সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকায় দলের হয়ে মাঠে নামা এমবাপ্পে এখন পর্যন্ত বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছেন। মায়োর্কা ও লাস পালমাসের বিপক্ষে ড্র এবং রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর জয়ের ম্যাচে সতীর্থদের সঙ্গে সমন্বয় করতে বেশ বেগ পেতে হচ্ছে তার।
রোববার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে রিয়াল। তার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “এমবাপ্পে ভালো খেলছে, যদিও এখনও গোল করতে পারেনি। এখানে মানিয়ে নেওয়াটা কোনো সমস্যা নয়।”
“আমার মতে, ভিনিসুস ও এমবাপ্পে একসঙ্গে ভালো কাজ করছে। আক্রমণাত্মক কাজ ঠিকঠাক হচ্ছে। এটা কোনো সমস্যা নয়, কারণ আমরা প্রতিটি ম্যাচেই গোল করেছি। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সমন্বয় আরও উন্নত হবে। শুধু ভিনিসুস ও এমবাপ্পের মধ্যে নয়, এমবাপ্পে ও মিডফিল্ডারদের মধ্যেও। আক্রমণে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সেরা স্ট্রাইকাররা থাকায় এটা কোনো সমস্যা হবে না।”
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর নতুন মৌসুমে বাজে শুরুর কারণে হওয়া সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন আনচেলত্তি। বর্তমান চ্যাম্পিয়নরা ৫ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা তিন ম্যাচ জেতা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।
“সমালোচনা হওয়াটা স্বাভাবিক, কারণ এই দলের ওপর প্রত্যাশা সবচেয়ে বেশি। মে মাস পর্যন্ত আমাদের সমালোচনা করা হবে। এটা আমাদের জন্য স্বাভাবিক। আমরা খুশি নই। কিন্তু সেটা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকার জন্য নয়, বরং এখন পর্যন্ত ভালো না খেলতে পারার জন্য।”
মন্তব্য করুন: