জোড়া গোলে রিয়ালকে জয়ে ফেরালেন এমবাপ্পে

২ সেপ্টেম্বর ২০২৪

জোড়া গোলে রিয়ালকে জয়ে ফেরালেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না কিলিয়ান এমবাপ্পের। লা লিগায় প্রথম তিন ম্যাচে ছিলেন বেশ নিষ্প্রভ, সঙ্গে দলের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। তবে নিজেদের চতুর্থ ম্যাচে নিজে গোল খরা কাটিয়েছেন এবং দলকেও জয়ে ফিরিয়েছেন ফরাসি এই তারকা।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে এমবাপ্পের জোড়া গোলে রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গত জুনে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগার প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি এমবাপ্পে।

গত বৃহস্পতিবার লাস পালমাসের সঙ্গে হতাশাজনক ১-১ ড্রয়ের পর এবং এখনও চোটের কারণে জুড বেলিংহামকে না পাওয়ায় এদিনও ধীরগতির শুরু করে রিয়াল। বলের দখল রাখলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় তারা। শুধু তাই নয়, এখনও নিজেদের মধ্যে ভালোভাবে সমন্বয় গড়ে তুলতে পারেননি এমবাপ্পে, ভিনিসুস জুনিয়র ও রদ্রিগো। এই তিন তারকার ভুল পাসের ছড়াছড়ি ছিল এই ম্যাচেও।

বিরতির পর প্রতিপক্ষের ওপর আরও চড়াও হতে শুরু করে স্বাগতিকরা। আক্রমণের ধারা অব্যহত রাখা রিয়াল এগিয়ে যায় ৬৭তম মিনিটে। ফেদে ভালভের্দের দুর্দান্ত ব্যাক-হিল পাস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

৭৫তম মিনিটে ভিনিসুসকে গোলকিপার ফাউল করার পর পেনাল্টি পায় রিয়াল। কিন্তু নিজে পেনাল্টি না নিয়ে তা এমবাপ্পেকে নিতে দেন ভিনিসুস। সেখান থেকে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি এমবাপ্পে।

বেতিসের বিপক্ষে জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে রিয়াল। ফলে কিছুটা চাপ মুক্ত থেকেই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে তারা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এখনও ৪ পয়েন্ট পিছিয়ে কার্লো আনচেলত্তির দল। তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৮।

এর আগে গত শনিবার ঘরের মাঠে রাফিনিয়ার হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। একই দিন আথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারায় আতলেতিকো।

মন্তব্য করুন: