ধুকতে থাকা ব্রাজিল ‘খেলবে’ বিশ্বকাপ ফাইনাল

১০ সেপ্টেম্বর ২০২৪

ধুকতে থাকা ব্রাজিল ‘খেলবে’ বিশ্বকাপ ফাইনাল

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের সাত ম্যাচ থেকে এখন পর্যন্ত জয় এসেছে কেবল তিন ম্যাচে। কোপা আমেরিকা থেকেও বিদায় নিয়েছিল শেষ আটের লড়াই থেকেই। এরপরেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে দাবি করেছেন কোচ দরিভাল জুনিয়র।

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। এরপর গত জুলাইয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তারা।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে হারের মুখ দেখে ব্রাজিল। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরে পয়েন্ট তালিকার ছয়ে চলে যায়। একুয়েডরের বিপক্ষে সবশেষ ম্যাচে কোনোমতে জিতে এখন চতুর্থ স্থানে অবস্থান করছে দরিভালের দল।

চোটের কারণে প্রায় এক বছর নেইমার মাঠের বাইরে থাকায় দলের পারফরম্যান্সেও উন্নতির তেমন ছাপ নেই। ছন্নছাড়া পারফরম্যান্সে গত ম্যাচে জয় পেলেও ঘরের মাঠে সমর্থকদের কাছ থেকে পেয়ে হয়েছে দুয়োধ্বনিও। তবে এরপরেও দলকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন দরিভাল।

বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, “আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।”

দল এখনও গড়ে ওঠার পর্যায়ে আছে জানিয়ে দরিভাল বলেন, “খেলার দর্শনীয় মানের কথা বললে, দল হিসেবে আমরা এখনও সঠিক পথ খুঁজছি। বল কেড়ে নেওয়া, বল হারানোর পর প্রতিপক্ষের দুই-তিন পাসের মধ্যে দ্রুত নিচে নামা, এসব ক্ষেত্রে আমরা যথেষ্ট শক্তিশালী। বল পুনরুদ্ধারে আমরা যথেষ্ট শক্তিশালী।”

“দল হিসেব এখনও আমরা গড়ে উঠছি। প্রতিপক্ষের গোলমুখের কাছে আমাদের এখনও কিছু ঘাটতি আছে। নির্ভর করার মতো বিকল্প সেখানে নেই, এমন কেউ নেই, যে ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে নাড়িয়ে দিতে পারে প্রতিপক্ষকে। এই ছোটখাটো ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, যা এখনও হচ্ছে না।”

মন্তব্য করুন: