অবশেষে মাঠে ফিরছেন মেসি
১৪ সেপ্টেম্বর ২০২৪
কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। এরপর বিভিন্ন সময়ে তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ জানা গেলেও শেষ পর্যন্ত তার আর মাঠে ফেরা হয়নি। অবশেষে দুই মাস পর আর্জেন্টাইন এই মহাতারকার মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো নিজেই।
গত ১৫ জুলাই দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে কলম্বিয়ার বিপক্ষে শিরোপা লড়াইয়ে ম্যাচের ৬৪তম মিনিটে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। সেই ঘটনার দুই মাস পর মেজর লিগ সকারে (এমএলএস) মাঠে নামছেন এই মহাতারকা। বাংলাদেশ সময় রোববার ভোরে ফিলেডেলফিয়ার মুখোমুখি হবে তার দল মায়ামি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ মার্তিনো দলের সবচেয়ে বড় তারকার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
“হ্যাঁ, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে (শুক্রবার)। ম্যাচের পরিকল্পনায় সে আছে। (শনিবার) অনুশীলন শেষে আমরা ঠিক করব, তাকে নিয়ে কোন কৌশলে আমরা আগাব। তবে এই ম্যাচের জন্য সে প্রস্তুত।”
“বিশ্বসেরা খেলোয়াড়কে দলে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আর এই দল এমনিতেই দারুণ ছন্দে আছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আমরা আনন্দিত।”
কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে মায়ামির হয়ে ৮টি ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে ছাড়াই এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে দলটি। ২৭ ম্যাচে ১৮ জয়ে ৫৯ পয়েন্ট মায়ামির। ইতোমধ্যেই শিরোপা লড়াইয়ের প্লে–অফও নিশ্চিত করেছে তারা।
মন্তব্য করুন: