প্রিমিয়ার লিগে বড় দলগুলোর জয়ের সপ্তাহে লিভারপুলের হার
১৬ সেপ্টেম্বর ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলো। তবে গত মৌসুমে কোনো মতে রেলিগেশন এড়ানো নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে গেছে লিভারপুল।
রোববার লন্ডন ডার্বিতে টটনাম হটস্পারকে ১-০ হারায় আর্সেনাল। ম্যাচের ৬৪তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। লিগে টানা তিন ম্যাচে টটনামের মাঠ থেকে জয়ে নিয়ে ফিরল তারা। অন্যদিকে লিগে টানা দুই ম্যাচে হারল টটনাম।
দিনের আরেক ম্যাচে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে ধুঁকতে থাকা চেলসি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৮৬তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর গোলে জয় পায় তারা।
আগের দিনের প্রথম ম্যাচে সাউথহ্যাম্পটনের মাঠে ৩-০ গোলের জয় পায় ইউনাইটেড। জয় দিয়ে মৌসুম শুরু করা এরিক টেন হাগের দল টানা দুই ম্যাচ হেরে বেশ চাপের মধ্যেই ছিল। তবে আক্রমণাত্মক ফুটবলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। দলের হয়ে গোল করেন মাটাইস ডি লিখট, মার্কাস র্যাশফোর্ড ও আলেহান্দ্রো গার্নাচো।
পরের ম্যাচে এই রাউন্ডের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় নটিংহ্যাম। অ্যানফিল্ডে আক্রমণ কিংবা বল দখল, সবদিক দিয়ে লিভারপুল এগিয়ে থাকলেও গোলের দেখা পাননি মোহাম্মদ সালাহ-দারউইন নুনেসরা। উল্টো ম্যাচের ৭২তম মিনিটে মৌসুমে প্রথমবারের মতো গোল হজম করে বসে আর্নি স্লটের দল। এই এক গোলেই ৫৫ বছর পর অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফেরে নটিংহ্যাম।
অন্যদিকে সিটির হয়ে গোল উৎসব যেন চলছেই আর্লিং হলান্দের। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারানো ম্যাচের দুটি গোলই করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। আগের দুই ম্যাচেই হ্যাটট্রিক করা এই ফুটবলার গড়েছেন রেকর্ডও।
প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি ৯ গোল করার কীর্তি এখন ২৪ বছর বয়সী হলান্দ। আগের রেকর্ড ছিল ওয়েইন রুনির। ২০১১-১২ মৌসুমে ইউনাইটেডের হয়ে প্রথম চার ম্যাচে ৮ গোল করেছিলেন এই ইংলিশ স্ট্রাইকার।
চতুর্থ রাউন্ড শেষে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি। তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল ইউনাইটেড। ৯ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তালিকার চতুর্থ স্থানে। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট পাওয়া চেলসি আছে আট নম্বরে। ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমে কেবল এক জয় পাওয়া টটনামের অবস্থান ১৩ নম্বরে, তাদের পয়েন্ট ৪।
মন্তব্য করুন: