এমবাপ্পে-এনদ্রিকের গোলে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

১৮ সেপ্টেম্বর ২০২৪

এমবাপ্পে-এনদ্রিকের গোলে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিক। তবে এই দুই তারকার গোলের পরেও স্টুটগার্টের বিপক্ষে বেশ কষ্টার্জিত জয়ে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আন্তোনিও রুডিগার ও বদলি হিসেবে নামা এনদ্রিকের শেষ মুহূর্তের গোলে ৩-১ ব্যবধানে জয় পায় রিয়াল।

শিরোপা ধরে রাখার অভিযানের প্রথম ম্যাচে কার্লো আনচেলত্তির দলকে নিজেদের চেনা রূপে দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই তাদের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে স্টুটগার্ট। পুরো ম্যাচের ৫৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখে জার্মান দলটি গোলের জন্য শট নেয় ১৭টি, যার মধ্যে লক্ষ্য ছিল সাতটি। তবে একের পর এক দুর্দান্ত সেভ করে প্রথম দিকে তাদের গোলবঞ্চিত রাখেন থিবো কর্তোয়া।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দ্রুত পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর ক্রস থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ফরাসি এই তারকার এটি ৪৯তম গোল, রিয়ালের জার্সিতে প্রথম। একই সঙ্গে ইউরোপ সেরার মঞ্চে শীর্ষ ১০ গোলদাতার তালিকাতেও ঢুকলেন তিনি। আর রিয়ালের সবশেষ তিন ম্যাচেই গোলের দেখা পেলেন এই বিশ্বকাপজয়ী তারকা।

এরপর গোলের আরও বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হনে এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসুস জুনিয়র।

৬৮তম মিনিটে হেড থেকে গোল করে স্টুটগার্টকে সমতায় ফেরান ডেনিস উন্দাভ।

ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল তাদের দ্বিতীয় গোলটি পায় ৮৩তম মিনিটে। বদলি হিসেবে নামা লুকা মদ্রিচের কর্নার থেকে হেড দিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন রুডিগার। ম্যাচের শেষ দিকে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া করেন ভিনিসুস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এনদ্রিক।

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছে লিভারপুলদিনের আরেক ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে লিভারপুল। মিলানের সান সিরোয় ম্যাচের শুরুতেই গোল হজম করে ইংলিশ ক্লাবটি। তবে প্রথমার্ধে ইব্রাহিম কোনাতে ও ভার্জিল ফন ডাইকের পর দ্বিতীয়ার্ধে দমিনিক সোবোসলাইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৯ সালের চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগে ফেরার ম্যাচে ঘরের মাঠে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৩-১ গোলে হারিয়েছে ইউভেন্তুস।

মন্তব্য করুন: