ভিনিসুস-এমবাপ্পের নৈপুণ্যে রিয়ালের জয়

২২ সেপ্টেম্বর ২০২৪

ভিনিসুস-এমবাপ্পের নৈপুণ্যে রিয়ালের জয়

মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব একটা ছন্দে ছিলেন না ভিনিসুস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে। তবে দিন যত এগুচ্ছে লা লিগায় নিজেদের সেরা ছন্দে ফিরছেন তারা। ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর এই দুই তারকার নৈপুণ্যে বড় জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে এস্পানিওলকে - গোলে হারিয়ে লা লিগায় চতুর্থ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন ভিনিসুস। অন্যদিকে এই ব্রাজিলিয়ানের গোলে সহায়তা করা ছাড়াও পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।

শুরু থেকে একের পর এক আক্রমণে এস্পানিওলকে চেপে ধরে রিয়াল। কিন্তু এমবাপ্পে-রদ্রিগোদের ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। উল্টো ৫৪তম মিনিটে গোলরক্ষক থিবো কর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

তবে চার মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল। এরপর ৭৫তম মিনিটে দুই ব্রাজিলিয়ানের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় রিয়াল। আরদা গুলারের বদলি হিসেবে নামা ভিনিসুসের কাছ থেকে পাওয়া নিচু ক্রস থেকে বল জালে জড়ান রদ্রিগো।

তিন মিনিট পর স্কোরশিটে নাম তোলেন ভিনিসুস। এমবাপ্পের বাড়ানো বলে চলতি মৌসুমে লিগে প্রথমবারের মতো পেনাল্টি ছাড়া গোল করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচে গোলের পাশাপাশি তার অ্যাসিস্ট ৪টি।

ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা এনদ্রিককে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ৯০তম মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়ান এমবাপ্পে। একই সঙ্গে ২০২২ সালের মার্চ-এপ্রিলে করিম বেনজেমার পর রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা তিন ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এই ফরাসি তারকা।

রিয়ালের জার্সিতে প্রথম তিন লিগ ম্যাচে গোল না পাওয়া এমবাপ্পে সবশেষ তিন ম্যাচেই গোল পেলেন।

ম্যাচে জয় ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।

মন্তব্য করুন: