পুরো মৌসুমেই মাঠের বাইরে থাকতে পারেন রদ্রি

২৪ সেপ্টেম্বর ২০২৪

পুরো মৌসুমেই মাঠের বাইরে থাকতে পারেন রদ্রি

শেষ মুহূর্তের গোলে আর্সেনালের বিপক্ষে রোমঞ্চকর ম্যাচে হার এড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ম্যাচে সবচেয়ে বড় ধাক্কাটি খায় ম্যাচের শুরুর দিকেই। চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন রদ্রি। শঙ্কা রয়েছে মৌসুমের বাকিটা সময় এই স্প্যানিশ মিডফিল্ডারকে না পাওয়া নিয়ে।

গত রোববার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন রদ্রি। আর্লিং হলান্দের গোলে নবম মিনিটে এগিয়ে যাওয়া স্বাগতিকরা এরপরই কিছুটা ছন্দ হারায়। হজম করে দুই গোল। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে জন স্টোনসের গোলে ২-২ সমতায় খেলা শেষ করে পেপ গুয়ার্দিলার দল।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, সোমবার চোটের প্রাথমিক পরীক্ষার জন্য বার্সেলোনায় যান রদ্রি। ধারণা করা হচ্ছে, এই চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে। আশঙ্কা রয়েছে পুরো মৌসুমই মাঠের বাইরে কাটাতে পারেন তিনি।

এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে রদ্রিকে বিবেচনা করা হচ্ছে। সিটিকে টানা চতুর্থ লিগ শিরোপা জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। এছাড়াও গত জুলাইয়ে স্পেনকে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা রদ্রির শুরু থেকে খেলা সবশেষ ৪৮টি ম্যাচের কোনোটাতেই হারেনি। গত মৌসুমে রদ্রির না খেলা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছিল সিটি। অন্যদিকে রদ্রির খেলা কেবল একটি ম্যাচে হারের মুখ দেখে তারা। সেটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপ ফাইনালে ২-১ ব্যবধানে হারের ম্যাচ।

মন্তব্য করুন: