টানা ৫ ম্যাচে গোল করা এমবাপ্পের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি

২৫ সেপ্টেম্বর ২০২৪

টানা ৫ ম্যাচে গোল করা এমবাপ্পের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের হয়ে শুরুটা বেশ মলিন ছিল কিলিয়ান এমবাপ্পের। কিন্তু সময় যত গড়াচ্ছে নতুন ঠিকানায় ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরতে শুরু করেছেন এই ফরাসি তারকা। শুরুর হতাশা ভুলে দলের জার্সিতে সবশেষ পাঁচ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। স্বাভাবিকভাবেই দলের নতুন তারকার পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

মঙ্গলবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলের জয় পায় রিয়াল। লুকাস ভাসকেসের গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বিরতির পর রদ্রিগোর বল জালে জড়ালে ব্যবধান আরও বড় করে বর্তমান চ্যাম্পিয়নরা।

কিন্তু ম্যাচের মেষ দিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে আলাভেস। তবে শেষ পর্যন্ত আনচেলত্তির দলের সঙ্গে আর পেরে ওঠেনি।

লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া এমবাপ্পে সবশেষ চার ম্যাচেই গোলের দেখা পেলেন। ৫ গোল নিয়ে উঠে এসেছেন লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দুই নম্বরে। এর মাঝে স্টুটগার্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও গোল পান এই তারকার ফরোয়ার্ড। সব মিলিয়ে রিয়ালের জার্সি গায়ে ৯ ম্যাচে ফরাসি অধিনায়কের গোল এখন ৭টি।

ম্যাচ শেষে দলের আক্রমণভাগ ও এমবাপ্পের ফর্মে ফেরা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আনচেলত্তি বলেন, “সে (এমবাপ্পে) দারুণ। তার কাছ থেকে এমন কিছুই প্রত্যাশিত। শুধু সে নয়, আক্রমণে সবাই খুব ভালো করছে। প্রথম এক ঘণ্টায় আমরা দারুণ খেলেছি। বিভিন্ন পথে আক্রমণ করেছে এবং সুযোগ বের করে নিয়েছে। সব মিলিয়ে দল উন্নতি করছে ক্রমেই, আমাদের জন্য যা ইতিবাচক ব্যাপার।”

এমবাপ্পে ছন্দে ফিরলেও এখনও গত মৌসুমের মতো গোলের দেখা পাচ্ছেন না জুড বেলিংহ্যাম। চোটের কারণে কয়েক সপ্তাহ বাইরেও ছিলেন তিনি। তবে এই ইংলিশ মিডফিল্ডারের পারফরম্যান্সে খুশি রিয়াল কোচ।

সেও ক্রমেই ভালো খেলছে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আজকে এমবাপ্পের গোলে সহায়তা করেছে এবং পরিপূর্ণ একটি ম্যাচ খেলেছে। গত মৌসুমের মতো তাকে স্রেফ বক্সের ভেতর আরেকটু বেশি করে থাকতে হবে ও খেলতে হবে।”

এই জয়ের পর সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা এক পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে আছে।

আগামী রোববার নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল।

মন্তব্য করুন: