ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ভারানে
২৫ সেপ্টেম্বর ২০২৪
চোটের কারণে ৩১ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রাফায়েল ভারানে। আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার এবার হাঁটুর গুরুতর চোটের পর নিজের সফল ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন ভারানে। গত জুলাইয়ে ইউনাইটেড থেকে ইতালিয়ান ক্লাব কোমোয় যোগ দেন তিনি। গত আগস্টে দলটির হয়ে অভিষেক ম্যাচেই হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন। ফলে পেশাদার ক্যারিয়ারে এই বিশ্বকাপজয়ী ফুটবলারের শেষ ম্যাচ ছিল সেটিই।
ফ্রান্সকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারানে। ২০২২ সালে পরের আসরে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দলকে ফাইনালে তুলতেও অবদান ছিল এই ডিফেন্ডারের। ২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই ফুটবলার ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।
২০১০ সালে ফরাসি ক্লাব লঁসের হয়ে ক্যারিয়ার শুরু করেন ভারানে। পরের বছর যোগ দেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৬০টি ম্যাচ খেলে তিনটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি ক্লাব বিশ্বকাপসহ মোট ১৮টি শিরোপা জেতেন তিনি।
এরপর ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ৯৫টি ম্যাচ খেলেন তিনি। ইংলিশ ক্লাবটির হয়ে ২০২৩ সালে লিগ কাপ এবং ২০২৪ সালে এফএ কাপ জেতেন ভারানে।
বিদায়ী বার্তায় ওয়েম্বলি স্টেডিয়ামে ইউনাইটেডের হয়ে এফএ কাপ জয়ের স্মৃতিকে স্মরণ করে ভারানে লেখেন,
ইনস্টাগ্রামে একটি পোস্টে ভারানে লিখেছেন, “ক্যারিয়ারে আমি হাজার বার ঘুরে দাঁড়িয়েছি, কিন্ত এবার মনে হয়েছে, থেমে যাওয়ার এখনই সময়। ওয়েম্বলিতে শেষ ম্যাচে ট্রফি জয়ের স্মৃতি নিয়ে বুটজোড়া তুলে রাখার এটাই সঠিক সময়।”
তবে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও কোমোর সঙ্গে যুক্ত থাকবেন বলে জানান ভারানে।
“একটি নতুন জীবন শুরু হচ্ছে মাঠের বাইরে। আমি কোমোর সঙ্গেই থাকব। তবে এবার বুট আর শিন গার্ড ছাড়া। শিগগিরই এ বিষয়ে আরও কিছু শেয়ার করতে মুখিয়ে আছি।”
মন্তব্য করুন: