চোটে এমবাপ্পে, আতলেতিকোর বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৪
পুরোদমে ছন্দে ফিরছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এর মাঝেই দুঃসংবাদ পেল তার ক্লাব রিয়াল মাদ্রিদ। মাংসপেশির চোটে পড়ায় ফরাসি এই তারকা ফরোয়ার্ডের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমবাপ্পের চোটের কথা জানায় রিয়াল।
চলতি মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দেন এমবাপ্পে। শুরুটা খুব একটা ভালো না হলেও নতুন ঠিকানায় বর্তমানে দারুণ ছন্দে আছেন ফরাসি অধিনায়ক। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৭টি গোল করেছেন। সবশেষ ৫ ম্যাচেই পেয়েছেন গোলের দেখা।
মঙ্গলবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে ৪০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। ৮০তম মিনিটে কোচ কার্লো আনচেলত্তি তাকে তুলে নিলে মাঠ ছাড়ার সময় তিনি ঊরুর পেছনের দিকে ইঙ্গিত করছিলেন।
রিয়ালের বিবৃতিতে বলা হয়, “আজ রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের পরীক্ষার পর আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের বাঁ পায়ের বাইসেপস ফেমোরিসে চোট ধরা পড়েছে। তার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে।”
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববারের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে খেলতে পারবেন না।
বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা এক পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে আছে। বুধবার হেতাফের বিপক্ষে মাঠে নামবে হানসি ফ্লিকের দল।
মন্তব্য করুন: