নেইমারকে ছাড়া আবারও বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল
২৮ সেপ্টেম্বর ২০২৪
নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে আরও দুটি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। মাঠের পারফরম্যান্সে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না কোচ দরিভাল জুনিয়র। পুরোপুরি ফিট হলেই নেইমারকে দলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামী অক্টোবরে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করে ব্রাজিল। দলে ফিরেছেন বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটানো রাফিনিয়া। স্প্যানিশ ক্লাবটির হয়ে লা লিগায় ৭ ম্যাচে ৫ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।
চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে সময়টা একদমই ভালো যায়নি ব্রাজিলের। একুয়েডরের বিপক্ষে জয় পেলেও পারফরম্যান্স ছিল যাচ্ছে-তাই। পরের ম্যাচে হার প্যারাগুয়ের কাছে। এর আগে কোপা আমেরিকাতেও দলটির পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় দরিভালের দল।
নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দরিভাল বলেন, “আমরা তার জন্য অপেক্ষা করব, ধৈর্য ধরব। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী হতে হবে। সব মিলিয়ে তাকে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে হবে।”
“সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা উপলব্ধি করতে পারছি। সে যদি সামনের দিনে ফিরতে পারে তাহলে আমরা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়কে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে আমাদের জাতীয় দলে পাবো।”
রাফিনিয়া ছাড়াও আক্রমণভাগে ফিরেছেন আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি। এছাড়াও দলে আছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক।
বাংলাদেশ সময় আগামী ১১ অক্টোবর সকাল ৬টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে বাংলাদেশ সময় ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ব্রাজিলের জয় কেবল ৩টিতে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ৫ নম্বরে।
চিলি ও পেরুর বিপক্ষে ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: দানিলো, ভান্দারসন, আবনের, গিলের্মে আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারায়েস, গারসন, রদ্রিগো, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর জেসুস, লুইস হেনরিক, রাফিনিয়া, সাভিনিও, ভিনিসুস জুনিয়র।
মন্তব্য করুন: