অশোভন আচরণের দায়ে নিষিদ্ধ আর্জেন্টিনার মার্তিনেস

২৮ সেপ্টেম্বর ২০২৪

অশোভন আচরণের দায়ে নিষিদ্ধ আর্জেন্টিনার মার্তিনেস

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে অশোভন আচরণের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এই নিষেধাজ্ঞার ফলে আগামী মাসে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তিনি খেলতে পারবেন না।

শুক্রবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, মার্তিনেসকে অশোভন আচরণ এবং ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে। তবে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে তারা।

চলতি মাসের শুরুতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ঘটনার জন্য এই নিষেধাজ্ঞা পেয়েছেন মার্তিনেস।

গত জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর চিলির বিপক্ষ প্রথম ম্যাচে ট্রফি নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে উদযাপন করেন এই গোলকিপার। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরও তিনি এমন উদযাপন করেছিলেন। কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচে হারের পর ৩২ বছর বয়সী মার্তিনেস একটি স্থানীয় টেলিভিশন ক্যামেরায় আঘাত করেন।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় আগামী ১০ অক্টোবর রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ সময় ১৬ অক্টোবর সকাল ৬টায় মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

৮ ম্যাচের ৬টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।

মন্তব্য করুন: