সিটির সঙ্গে আর্সেনাল যুদ্ধ শুরু করতে চাইছে: গুয়ার্দিওলা

২৮ সেপ্টেম্বর ২০২৪

সিটির সঙ্গে আর্সেনাল যুদ্ধ শুরু করতে চাইছে: গুয়ার্দিওলা

মৌসুমের প্রথম দেখায় ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তবে সেই ম্যাচে আর্সেনাল সিটিকে যুদ্ধের জন্য উসকানি দিতে চেয়েছিল বলে দাবি করেছেন পেপ গুয়ার্দিওলা। সিটি কোচ জানিয়েছেন, তার দল যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছে।

গত রোববার ১০ জনের আর্সেনালের বিপক্ষে ম্যাচের একদম অন্তিম মুহুর্তে জন স্টোন্স গোল করলে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে সিটি। এদিন শুরুর দিকেই হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন সিটির রদ্রি। ফলে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে থাকবেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

উত্তেজনাময় ম্যাচে সিটি সমতায় ফিরলে বল নিয়ে আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েল মাগলায়েসের মাথায় ছুঁড়ে মারেন আর্লিং হলান্দ। শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষ কোচ মিকেল আর্তেতার উদ্দেশে তীক্ষ্ণ মন্তব্য করে তাকে "নম্র থাকতে" বলেন মৌসুমে সিটির সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচ শেষে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল জানান, ঘরের মাঠে তারা সিটিকে আতিথীয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছে। গত কয়েক মৌসুম ধরে প্রিমিয়ার লিগের এই শীর্ষ দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তপ্ত হয়ে উঠছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে সেই ম্যাচে হলান্দের আচরণ সম্পর্কে জানতে চাওয়া হলে গুয়ার্দিওলা বলেস, “গাব্রিয়েল ম্যাচ শেষে ঠিকভাবে বলেছে: এটি একটি যুদ্ধ, আমরা এখানে প্রতিপক্ষকে উসকানি দিতে এবং চাপে রাখতে এসেছি।”

“তাহলে শেষ পর্যন্ত আপনি কী করবেন? আপনি আমাকে উসকানি দিচ্ছেন? ঠিক আছে, আমি এখানে আছি। আপনি যুদ্ধ চান? এখন আমরা যুদ্ধে যাব... আর্সেনালের চ্যালেঞ্জের ধরন আমি বুঝতে পারি।”

লিগে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে সিটি। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে চারে আর্সেনাল।

মন্তব্য করুন: