বার্সার চোটাক্রান্ত দল নিয়ে চিন্তিত ফ্লিক
২৮ সেপ্টেম্বর ২০২৪
নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে লা লিগায় মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে বার্সেলোনা। তবে সবশেষ ম্যাচে বড় ধাক্কা হয়ে এসেছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগানের চোট। কিন্তু চোটজর্জরিত স্কোয়াড নিয়ে চিন্তিত থাকলেও দলের অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিচ্ছেন ফ্লিক।
শনিবার লিগে টানা অষ্টম জয়ের লক্ষ্যে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তবে তাদের চোটের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। চোটের কারণে মৌসুম শেষ হয়ে যাওয়া টের স্টেগেনের আগে থেকেই এই তালিকায় আছেন দানি ওলমো, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, রোনাল্ড আরাউহো, ফারমিন লোপেস ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
তবে টের স্টেগেনের অনুপস্থিতিতে ইনাকি পেনা দলে গোলরক্ষকের ভূমিকা ভালভাবে পালন করতে পারবেন বলে আত্মবিশ্বাসী ফ্লিক। ডাচ মিডফিল্ডার ডি ইয়ং ও স্প্যানিশ মিডফিল্ডার গাভি দ্রুতই মাঠে ফিরবেন বলেও জানান তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “এটি খেলোয়াড়দের গুণমানের বিষয়। তারা খুব ভালোভাবে প্রস্তুত এবং প্রচণ্ড উদ্দীপনা ও মানসিকতা নিয়ে অনুশীলন করে। আগে যেমন ছিল, তেমনি কিছু পরিবর্তন থাকবে।”
“তবে অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি গুরুত্বপূর্ণ, যেমন রাফিনিয়া ও লেভানডফস্কি। অনুশীলনে যা দেখেছি, তাতে ফ্রেংকি ডি ইয়ং খুব ভালো অবস্থায় আছে। আর গাভি ছন্দে ফিরছে। ফ্রেংকি শীঘ্রই দলে ফিরবে। আগামীকাল তাকে বিশ্রাম দেওয়া হবে, কারণ সে অনেক অনুশীলন করেছে।”
সবশেষ এপ্রিলে বার্সেলোনার হয়ে মাঠে নামেন ডি ইয়ং। আগামী মাসে কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের এই মিডফিল্ডারের ফেরাটা দলের জন্য বাড়তি অনুপ্রেরণার কাজ করতে পারে। ২৩ অক্টোবর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের দল। এর তিনদিন পর লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
৭ ম্যাচের সবকটিতে জিতে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। চার পয়েন্ট কম নিয়ে ১৭ পয়েন্টে তালিকার দুইয়ে আছে রিয়াল।
মন্তব্য করুন: