বার্সেলোনার জয়রথ থামাল ওসাসুনা
২৯ সেপ্টেম্বর ২০২৪
মৌসুমের প্রথম সাত ম্যাচ জিতে স্প্যানিশ লা লিগায় দুর্বার গতিতে ছুটছিল বার্সেলোনা। আরেকটি ম্যাচ জিতলে ২০১৩-১৪ মৌসুমের পর নিজেদের সেরা শুরুর রেকর্ডকে স্পর্শ করতো হানসি ফ্লিকের দল। কিন্তু কাতালান ক্লাবটি উল্টো হেরেই গেল ওসাসুনার কাছে।
শনিবার ওসাসুনার মাঠে ৪-২ গোলে হারে বার্সেলোনা। লিগে অষ্টম ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখল দুর্দান্ত ছন্দে থাকা দলটি। এছাড়াও প্রথম কোনো ম্যাচে একাধিক গোল হজম করল তারা।
এর আগে ২০১৩-১৪ মৌসুমে লিগে জেরার্দো মার্তিনোর অধীনে প্রথম আট ম্যাচ জিতে আসর শুরু করেছিল বার্সেলোনা। সেবারও তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওসাসুনা। নবম ম্যাচে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করে হোঁচট খায় মার্তিনোর দল।
লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে ছাড়াই মূল একাদশ মাঠে নামান ফ্লিক। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা বার্সেলোনা ১৮তম মিনিটে প্রথম গোল হজম করে। মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ হয়।
বিরতির পর আক্রমণে ধার বাড়ায় বার্সেলোনা। ৫৩তম মিনিটে ব্যবধান কমান ২২ বছর বয়সী পাউ ভিক্তর। ৫৯তম মিনিটে জোড়া পরিবর্তন এনে ইয়ামাল ও রাফিনিয়াকে মাঠে নামান ফ্লিক। তবে ৭২তম মিনিটে আরেকটি গোল হজম করে তারা।
৮৫তম মিনিটে চতুর্থ গোলটি খায় অতিথিরা। শেষ দিকে ইয়ামাল গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল এখন ৫টি। সমান সংখ্যক অ্যাসিস্টও করেছেন এই বিস্ময় বালক।
৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এ রাউন্ডে শীর্ষেই থাকছে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।
মন্তব্য করুন: