রদ্রির বিকল্প খুঁজছে সিটি
২৯ সেপ্টেম্বর ২০২৪
চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডারকে ছাড়া সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। কোচ পেপ গুয়ার্দিওলাও জানিয়েছেন, তার দলকে রদ্রির বিকল্প খুঁজে বের করতে হবে।
শনিবার নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে সিটি। এর আগে গত রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তের গোলে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে গুয়ার্দিওলার দল। সেই ম্যাচের ২১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন রদ্রি।
ডান হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যাওয়ায় গত শুক্রবার অস্ত্রোপচার করান ২৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। চোট সেরে ফিরতে সময় লাগবে প্রায় ৯ মাসের মতো। দলের এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডারের অনুপস্থিতিতে কীভাবে দল সামাল দেবে, তা নিয়ে গুয়ার্দিওলার কিছু চিন্তা রয়েছে।
ম্যাচ শেষে সিটি কোচ বলেন, “আমি জানি আপনারা বারবার এই প্রশ্ন করবেন, কিন্তু রদ্রি এখানে নেই। কোভাচিচ, বের্নার্দো, রিকো ভালো খেলেছে। তবে আমাকে সমাধান খুঁজতে হবে। আমি তো অবশ্যই রদ্রি এখানে দেখতে চাইতাম।”
সিটির পয়েন্ট খোয়ানোর দিনে জয় পেয়েছে লিভারপুল, আর্সেনাল ও চেলসির মতো বড় দলগুলো।
উলভারহ্যাম্পটনের মাঠে ২-১ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৬ ম্যাচে আর্নি স্লটের দলের পয়েন্ট ১৫। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।
আরেক ম্যাচে ঘরের মাঠে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে তিন নম্বরে অবস্থান করছে আর্সেনাল। ৬ ম্যাচে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ১৪।
একই সময় ঘরের মাঠে ২০ মিনিটের মধ্যে কোল পালমারের চার গোলে ব্রাইটনকে ৪-২ গোলে হারায় চেলসি। ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে লন্ডনের দলটি।
মন্তব্য করুন: