শেষ মুহূর্তের গোলে রিয়ালকে রুখে দিল আতলেতিকো
৩০ সেপ্টেম্বর ২০২৪
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপরই আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের বিশৃঙ্খলায় খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। পুনরায় খেলা শুরু হলে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট ভাগাভাগি করে কার্লো আনচেলত্তির দল।
লা লিগায় রোববার রাতে আতলেতিকোর ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি ১-১ সমতায় শেষ হয়।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দুটি ম্যাচ হেরেছিল রিয়াল। দুটিই ছিল আতলেতিকোর মাঠে। সেই প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে মাঠে নামে লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। তবে লা লিগায় টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকল তারা।
ম্যাচের ৬৪তম মিনিটে ভিনিসুস জুনিয়রের ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এদের মিলিতাও। এরপর খানিকবাদে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুড়ে মারতে শুরু করে স্বাগতিক সমর্থকরা। পরিস্থিতি খারাপ হলে দু’দলের খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলেন রেফারি।
মিনিট বিশেক পর খেলা শুরু হলে আবারও এগিয়ে যেত পারত রিয়াল। কিন্তু বক্সের বাইরে থেকে ভিনিসুসের জোরাল শট আটকে দেন গোলরক্ষক।
আট মিনিট যোগ করা সময়েও মনে হচ্ছিল জয় নিয়ে মাঠ ছাড়বে আনচেলত্তির দল। কিন্তু পঞ্চম মিনিটে বল জালে জড়িয়ে সেই আশা শেষ করে দেন আতলেতিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া।
আগের রাতে ওসাসুনার কাছে ৪-২ গোলে হেরে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। ১৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো।
মন্তব্য করুন: