দর্শকদের উসকে দেওয়ায় রিয়াল খেলোয়াড়দের শাস্তি দাবি আতলেতিকো কোচের
৩০ সেপ্টেম্বর ২০২৪
আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের বিশৃঙ্খলার কারণে লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বির খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। এই ঘটনায় রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের দায় দেখছেন দিয়েগো সিমিওনে। দর্শকদের শাস্তির পাশাপাশি উসকানিদাতা খেলোয়াড়দের শাস্তির দাবিও করেছেন আতলেতিকো কোচ।
রোববার রাতে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদকে রুখে দেয় আতলেতিকো। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়ার গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।
এর আগে ম্যাচের ৬৪তম মিনিটে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর আতলেতিকো সমর্থকদের দিকে তাকিয়ে গোল উদযাপন করেন থিবো কোর্তোয়া। এর মিনিট পাঁচেক পরেই রিয়াল গোলরক্ষককে উদ্দেশ্য করে মাঠের মধ্যে লাইটার থেকে শুরু করে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে শুরু করে।
টিভিতে দেখা যায়, কোর্তোয়ার দিকে সাদা ব্যাগে করে কিছু একটা ছুঁড়ে মারে স্বাগতিক দর্শকরা। একটি লাইটার কুড়িয়ে রেফারিকেও দেন তিনি। এরপর দু’দলের সঙ্গে আলোচনা করে খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন রেফারি।
ম্যাচ শেষে এই ঘটনায় কোর্তোয়াকে ইঙ্গিত করে সিমিওনে বলেন, “আমার মতে, যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে শাস্তি দেওয়া উচিত। আমাদের এ ধরনের মানুষদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন সেইসব মানুষদের যারা আমাদের সঙ্গে থেকে সমর্থন দেয়। তারা ক্লাবের ক্ষতি করছে। তবে এটি কোনোভাবেই যেন আমাদের (খেলোয়াড়দের) কর্মকাণ্ডগুলোকে বৈধতা দেয় না।”
“যারা লাইটার ছুঁড়েছে, এটা ঠিক নয়। কিন্তু আমাদেরও খেলোয়াড় হিসেবে শান্ত থাকতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। গোল উদযাপন করা ঠিক আছে। তবে এমনভাবে নয় যে স্ট্যান্ডের দিকে তাকিয়ে, স্ট্যান্ডকে উত্তেজিত করে।"
“অবশ্যই এটা ঠিক নয়, তবে প্রথম কাজটাও ঠিক নয়। যারা লাইটার ছুঁড়ে এবং যারা প্ররোচনা দেয়, তাদের উভয়েরই শাস্তি হওয়া উচিত। এটা না করা হলে তাদের (খেলোয়াড়) এসব করার বৈধতা দেওয়া হবে।”
মন্তব্য করুন: