বাবার জন্মদিনে গোল উৎসর্গ রোনালদোর

১ অক্টোবর ২০২৪

বাবার জন্মদিনে গোল উৎসর্গ রোনালদোর

নতুন মৌসুমে আল-নাসেরের হয়ে দারুণ সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কমবেশি সব ম্যাচে গোল করে অবদান রাখছেন দলের জয়ে। এমনই এক গোল করে সেটি প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন পর্তুগিজ মহাতারকা।

সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে ২-১ গোলে হারায় রোনালদোর দল।

প্রথমার্ধের যোগ করা সময়ে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাদিও মানে। দুই অর্ধ মিলিয়ে গোলের কয়েকটি সুযোগ পান রোনালদো। একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করা হয়।

তবে ৭৬তম মিনিটে সফল হন রোনলাদো। বক্সের ভেতর পাওয়া বল জালে জড়িয়ে ক্যারিয়ারের ৯০৪তম গোল করেন তিনি। ক্যারিয়ারে হাজার গোলের স্বপ্নপূরণের লক্ষ্য পূরণের উদ্দেশে এগিয়ে চলেছেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এই ফুটবলার।

তবে এদিন গোল গোল করে চেনা উদযাপনের বদলে আকাশের দিকে আঙুল উঁচিয়ে দেখান তিনি। ম্যাচ শেষে জানান এই উদযাপনের কারণও।

আজকের গোলের অন্যরকম মানে আছে আজ আমার বাবা বেঁচে থাকলে ভালো হতো। আজকে তার জন্মদিন।

বেঁচে থাকলে এদিন রোনালদোর বাবার বয়স ৭১ বছর হতো। ২০০৫ সালের সেপ্টেম্বরে তিনি মারা যান।

২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক গোলটির পর অনেকটা এভাবেই বাবাকে স্মরণ করেছিলেন রোনালদো। এছাড়াও পুরো ক্যারিয়ারে বেশ কয়েকটি গোল বাবাকে উৎসর্গ করেছেন তিনি।

মন্তব্য করুন: