আবার চোটে পড়েছেন কোর্তোয়া

১ অক্টোবর ২০২৪

আবার চোটে পড়েছেন কোর্তোয়া

গত মৌসুমে লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ফিরে দারুণ ছন্দে ছিলেন রিয়াল মাদ্রিদের প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়া। নতুন মৌসুমের শুরুটা করেছিলেন দুর্দান্ত। তবে আবারও চোটে পড়ে মাঠ থেকে ছিটকে গেছেন বেলজিয়ান এই তারকা।

সোমবার এক বিবৃতিতে কোর্তোয়ার বাঁ পায়ের পেশির চোটের কথা জানিয়েছে রিয়াল। তবে কবে নাগাদ মাঠে ফিরবেন সেই বিষয়ে স্প্যানিশ ক্লাবটি কিছু নিশ্চিত করেনি।

রয়টার্স বলছে, এই চোটের কারণে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে লিঁল এবং শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকবেন কোর্তোয়া।

গত রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে - গোলে ড্র হওয়া ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন কোর্তোয়া। তবে ম্যাচ শেষে তার চোটের কথা জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এবার সেই চোটের ধরন জানা গেল।

চলতি মৌসুমের শুরু থেকেই চোটের ধকল সামলাতে হচ্ছে রিয়ালকে। এবার কোর্তোয়াকে দিয়ে এই তালিকা আরও বড় হলো। আগে থেকে বাইরে আছেন কিলিয়ান এমবাপ্পে, এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্রাহিম দিয়াস, দানি সেবাইয়োস দাভিদ আলাবা।

এর আগে গত মৌসুমের শুরুর আগে বাঁ হাঁটুর এসিএলের চোটে পড়েন কোর্তোয়া। এরপর মে মাসে রিয়ালের হয়ে সেই মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোলবারের দায়িত্ব সামলান এই ৩২ বছর বয়সী ফুটবলার।

মন্তব্য করুন: