লেভানডফস্কির জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে বার্সার বড় জয়
২ অক্টোবর ২০২৪
দুর্দান্ত ছন্দে থাকার পরেও হার দিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত প্রতাপের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে হানসি ফ্লিকের দল। রবের্ট লেভানডফস্কির জোড়া গোলে ইয়ং বয়েজকে উড়িয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে তারা।
মঙ্গলবার ঘরের মাঠে একপেশে ম্যাচে ৫-০ গোলের জয় পায় বার্সেলোনা। লেভানডফস্কি ছাড়াও গোল পেয়েছেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেস। একটি গোল আত্মঘাতী।
মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করা বার্সেলোনা লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচেও হেরেছে। সেই ম্যাচে ওসাসুনার কাছে হারে ৪-২ গোলে।
তবে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্লিকের শিষ্যরা। অষ্টম মিনিটে রাফিনিয়ার নিচু ক্রস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন লেভানডফস্কি। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
মিনিট তিনেক পর দারুণ এক হেডে বয়েজের জালে বল জড়ান স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেস। ৫১তম হেড থেকে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগে এটি এই পোলিশ স্ট্রাইকারের ৯৬তম গোল। ৮১তম মিনিটে নিজেদের জালেই বল জড়ায় বয়েজের এক ডিফেন্ডার।
রাতের অন্য ম্যাচে স্লোভাকিয়ার দলটি স্লোভান ব্রাতিস্লাভাকে গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইন্টার মিলানের কাছে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করা পেপ গুয়ার্দিওলার দল জয় পেয়েছে ৪-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন ইলকায় গুন্দোয়ান, ফিল ফোডেন, আর্লিং হলান্দ ও জেমস ম্যাকাটি।
আরেক ম্যাচে ঘরের মাঠে পিএসজিকে ২-০ গোলে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আর্সেনালও। প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব আতালান্তার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মিকেল আর্তেতার দল।
মন্তব্য করুন: