রিয়াল-বায়ার্নের হারের রাতে লিভারপুলের জয়
৩ অক্টোবর ২০২৪
চ্যাম্পিয়নস লিগে এক অঘটনের রাত দেখল ফুটবল বিশ্ব। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে হেরেছে আসরের অন্যতম সফল দুই দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল।
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাসি ক্লাব লিলের কাছে ১-০ গোলে হারে রিয়াল। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই ম্যাচ দিয়েই যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দু’দল।
জয় দিয়ে আসর শুরু করা কার্লো আনচেলত্তির দল প্রতিপক্ষের মাঠে ছিল একদম বিবর্ণ। চোট কাটিয়ে কিলিয়ান এমবাপ্পে দলে ফিরলেও আলো ছড়াতে পারেননি। অন্যদিকে হতাশ করেছেন ভিনিসুস জুনিয়র ও এনদ্রিকও। ফলে ২০২৩ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে হারের মুখ দেখল বর্তমান চ্যাম্পিয়নরা। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ অপরাজিত থাকার যাত্রায় ছেদ পড়ল।
অপর ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হারের মুখ দেখে বায়ার্ন। আসরে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল জড়ানো জার্মান ক্লাবটির সামনে বাধা হয়ে দাঁড়ান ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ঘরের মাঠে ৭০ মিনিটের গোল জয় পায় ইংলিশ ক্লাবটি।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের পর ৪২ বছরের পুরোনো স্মৃতিই যেন ফেরাল ভিলা। ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে হারিয়েই প্রথম ও শেষবারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহময় ম্যাচে ইতালিয়ান ক্লাব বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। ম্যাচে গোল করার পাশাপাশি গোল করিয়েছেনও সালাহ।
একাদশ মিনিটে এই মিশরীয় তারকার পাস থেকে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তার। এরপর ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে এই ফরোয়ার্ডের গোল এখন ৬টি। সহায়তা করেছেন ৫টি গোলে।
এছাড়াও টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইউভেন্তুসও। আধা ঘণ্টার বেশি সময় দশ জনের দল নিয়ে খেলে জার্মান ক্লাব লাইপজিগকে ৩-২ গোলে হারায় ইতালিয়ান ক্লাবটি।
অন্যদিকে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে এক হালি গোল হজম করেছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে রিয়ালকে রুখে দিলেও দিয়েগো সিমিওনের দল এদিন ছিল বেশ নিষ্প্রভ। হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
মন্তব্য করুন: