জোড়া গোল করে মায়ামিকে দ্বিতীয় শিরোপা জেতালেন মেসি
৩ অক্টোবর ২০২৪
চোট থেকে ফেরার পর থেকে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। গত মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েই দলকে জিতিয়েছিলেন তাদের প্রথম শিরোপা। এবার জোড়া গোল করে অবদান রাখলেন ক্লাবটির দ্বিতীয় শিরোপা জয়েও। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সাপোর্টারস শিল্ডের শিরোপা ঘরে তুলেছে মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বাস ক্রুকে তাদের মাঠে ৩-২ গোলে হারিয়ে এবারের সাপোর্টার্স শিল্ড নিজেদের করে নেয় মায়ামি। ঝলমলে ক্যারিয়ারে এটি মেসির জেতা ৪৬তম শিরোপা।
প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া করেন জয়ের নায়ক মেসি। অপর গোলটি আসে লুইস সুয়ারেসের পা থেকে।
৪৫তম মিনিটে মাঝমাঠ থেকে জর্দি আলবার বাড়ানোর বল বক্সের কাছে পান মেসি। পরে তা দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে জড়ান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও গোলের দেখা পান তিনি। এবার বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে সামনের মানব দেয়ালের পাশ দিয়ে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ এক গোল শোধ করার পর ৪৮তম মিনিটে গোল করে আবারও ব্যবধান বাড়ান সুয়ারেস। ৬৩তম মিনিটে আরেকবার ব্যবধান কমায় কলম্বাস। শেষ দিকে স্বাগতিকরা পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের দৃঢ়তায় তা আর হয়নি।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি। ২০২০ সালে এমএলএসে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে এটি তাদের প্রথম ট্রফি। গত মৌসুমে মেসির নৈপুণ্যে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো লিগস কাপ জেতে দলটি।
মেজর লিগ সকারের দুটি মূল ট্রফির একটি সাপোর্টার্স শিল্ড। আরেকটি হলো এমএলএস কাপ।
নিয়মিত মৌসুমে ৩৪ ম্যাচজুড়ে সামগ্রিক পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক দল পায় এই সাপোর্টার্স শিল্ড। লিগে এখনও বাকি দুই ম্যাচ। এই ম্যাচগুলোয় জয় পেলে এমএলএসের এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়বে মেসির দল।
মন্তব্য করুন: