অপ্রত্যাশিত হারের কোনো অজুহাত দেননি রিয়াল কোচ
৩ অক্টোবর ২০২৪
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাব লিলের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের সেরাটা দিতে পারেনি বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলটির কাছে হারের জন্য সমালোচনা মেনে নেওয়ার কথাও বলেছেন তিনি।
বুধবার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকা লিল এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। শেষ পর্যন্ত সেই এক গোলেই রিয়ালের বিপক্ষে যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের দেখাতে তারা জয় পায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, “সবকিছুই খুব খারাপ ছিল। আমরা বলের সাথে খারাপ খেলেছি। যদিও প্রথমার্ধে দল বেশ গোছালো ছিল। আমাদের বল পুনরুদ্ধার করতে কষ্ট হচ্ছিল। ফলে খেলার গতিপথ পরিবর্তন করতেও সমস্যা হচ্ছিল”
"আমরা একটু বেশি আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছি। তবে তা সম্ভব হয়নি। তাই... আমাদের ঠাণ্ডা মাথায় বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে। সবকিছুই বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে আমাদের স্পষ্টতই উন্নতি করতে হবে।"
পুরো ম্যাচে দল ভালো খেলতে পারেনি জানিয়ে রিয়াল কোচ বলেন, “আজকের ম্যাচের সব সমালোচনাই সঠিক এবং প্রাপ্য। আমাদের এটা মেনে নিতে হবে কারণ এটা এমনই ছিল। ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি।”
প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করে আনচেলত্তি জানান, জয়টি লিলের প্রাপ্য ছিল।
স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু করেছিল রিয়াল। ৩৬ দলের নতুন ফরম্যাটের আসরে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা আছে তালিকার ১৭ নম্বরে।
লা লিগায় ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আনচেলত্তির দল আগামী শনিবার ঘরের মাঠে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের মুখোমুখি হবে।
মন্তব্য করুন: