আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
৩ অক্টোবর ২০২৪
ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে দারুণ সুখবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে কোপা আমেরিকার ফাইনালের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি।
বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের চলতি মাসের দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ মিডফিল্ডার নিকো পাস।
ফিফার নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে পাবে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গত মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অশোভন আচরণের দায়ে এই নিষেধাজ্ঞা পান মার্তিনেস।
গত ১৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালির গাটের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। সেই চোট কাটিয়ে দুই মাস পর গত ১৫ সেপ্টেম্বর ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসিকে ছাড়া গত মাসে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
আগামী ১০ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেসির দল। বাংলাদেশ সময় ১৬ অক্টোবর সকাল ৬টায় ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে ৮ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা।
ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল :
গোলরক্ষক: জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেস।
ডিফেন্ডার: গনসালো মনতিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বেলার্দি, হেরমান পেস্সেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার, রদ্রিগো দি পল, এসেকিয়েল পালাসিওস, এনসো ফের্নান্দেস, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, নিকো পাস, পাওলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, ভালেন্তিন কারবোনি।
মন্তব্য করুন: