পয়েন্ট খুঁইয়ে আবারও সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ম্যান ইউ কোচ
৪ অক্টোবর ২০২৪
চলতি মৌসুমে সময়টা একদমই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। হতশ্রী পারফরম্যান্সে সবশেষ চার ম্যাচে জয় নেই একটিতেও। ইউরোপা লিগে পোর্তোর বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার পর কোচ এরিক টেন হাগ আবারও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে পোর্তোর মাঠে প্রথম ২০ মিনিটে মার্কাস র্যাশফোর্ড এবং রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু পরে তিন গোল হজম করে হারতে বসেছিল তারা। শেষ মুহূর্তে হ্যারি ম্যাগুয়ার হেড থেকে গোল করে দলের হার এড়ান। খেলা শেষ হয় ৩-৩ সমতায়।
প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতেই হোঁচট খেল টেন হাগের দল। লিগে সবশেষ ম্যাচে টটনাম হটস্পারের কাছে হেরেছে ৩-০ গোলে। ৬ ম্যাচে কেবল ২ জয়ে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ১৩তম স্থানে।
অন্যদিকে ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড। ম্যাচ শেষে টেন হাগ জানান, তিনি এখনও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন।
“আমি এই মুহূর্তে আমাদের সমালোচনা করছি না। আমি আমাদের সমালোচনা করব মৌসুম শেষে। আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। ধৈর্য ধরুন। আমাদের দলকে আরও উন্নত করতে হবে। আমরা কাজ করে যাচ্ছি, লড়াই করব।”
এত বাজে সময়ের পরেও দলের সবার মধ্যে ঐক্য আছে দাবি করে ইউনাইটেড কোচ বলেন, “আপনি দল ও স্টাফদের মধ্যে সংযোগ ও চেতনা দেখতে পাচ্ছেন। খেলোয়াড়রা একসঙ্গে আছে। তাদের দৃঢ় মনোভাব রয়েছে এবং তারা সফল হতে চায়। আমাদের ভালো মানসিকতা রয়েছে। তবে রক্ষণের কিছু ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।”
টটনামের বিপক্ষে লিগ ম্যাচের পর এদিনও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।
টেন হাগের অধীনে দল হতশ্রী পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খেতে থাকলেও তার পাশে আছেন ম্যাগুয়ার। এই ইংলিশ ডিফেন্ডারের আশা, ইউনাইটেড দ্রুতই খারাপ সময় কাটিয়ে উঠবে।
“আমি এই ক্লাবে ছয় বছর খেলছি, আমি জানি এখানে কীভাবে কাজ হয়। যখন আপনি খারাপ সময় পার করেন, খেলোয়াড় ও কোচের ওপর চাপ আসে। তিনি (টেন হাগ) অভিজ্ঞ এবং এই ক্লাবে যথেষ্ট সময় ধরে আছেন। তাই আমি নিশ্চিত তিনি জানেন কীভাবে এই পরিস্থিতি সামলাতে হয়। এই ক্লাবে খেলার সৌভাগ্যের অংশ এটি।”
আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার লিগে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড।
মন্তব্য করুন: