পগবার ৪ বছরের নিষেধাজ্ঞা কমে এখন ১৮ মাস

৫ অক্টোবর ২০২৪

পগবার ৪ বছরের নিষেধাজ্ঞা কমে এখন ১৮ মাস

ফরাসি ফুটবল তারকা পল পগবার ডোপিংয়ের নিষেধাজ্ঞা চার বছর থেকে কমিয়ে ১৮ মাসে নামিয়ে এনেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে সিএএসের মহাপরিচালক ম্যাথিউ রিব বিষয়টি নিশ্চিত করেন। ফলে আগামী বছর মার্চেই ফুটবলে ফিরতে পারবেন পগবা।

২০২৩ সালের আগস্টে ডোপিং পরীক্ষায় পগবার দেহে টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়ক ডিএইচইএ নামক নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। এরপর ১১ সেপ্টেম্বর ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা (নাডো ইতালিয়া) ৩১ বছর বয়সী এই ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল।

এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা কার্যকর হয় গত বছর সেপ্টেম্বর থেকেই। সে সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ফেব্রুয়ারিতেই এই শাস্তির বিরুদ্ধে সিএএসে আপিল করেন পগবা।

শাস্তির মেয়াদ কমার পর এক বিবৃতিতে পগবা বলেন, “অবশেষে এই দুঃস্বপ্নের অবসান হলো। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের সিদ্ধান্তের পরে আমি আবারও আমার স্বপ্ন পূরণের দিকে এগুতে পারব।”

২০২৩ সালের ২০ আগস্ট ইতালিয়ান সেরি আয় উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ৩-০ গোলে জয়ের পর পগবার ডোপিং পরীক্ষা করা হয়েছিল। ২০২৬ সাল পর্যন্ত ইউভেন্তুসের সঙ্গে চুক্তি আছে ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।

মন্তব্য করুন: