এখনই চাকরি যাচ্ছে না ম্যানইউ কোচের
৫ অক্টোবর ২০২৪
শেষ পাঁচ ম্যাচে জয় কেবল একটিতে। ম্যানচেস্টার ইউনাইটেডের এমন অবস্থায় সমালোচনার ঝড় উঠেছে কোচ এরিক টেন হাগকে নিয়ে। তার অধীনে প্রিমিয়ার লিগে ১৯৮৬-৮৭ মৌসুমের পর সবচেয়ে বাজে শুরু করেছে দল। তবে এখনই দায়িত্ব থেকে সরানো হচ্ছে না তাকে। এমন ইঙ্গিতই দিয়েছেন ইংলিশ ক্লাবটির মালিকদের একজন।
শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে ইউনাইটেডের মালিকদের একজন জিম র্যাটক্লিফ বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আমি এরিককে পছন্দ করি। আমি মনে করি তিনি একজন ভালো কোচ, কিন্তু দিনশেষে এটি আমার সিদ্ধান্ত নয়। ম্যানেজমেন্ট টিমই ঠিক করবে কীভাবে আমরা দলটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারি।”
গত ফেব্রুয়ারিতে ইউনাইটেডের মালিকানার একটি অংশ কিনে নেন র্যাটক্লিফ। মালিকানা পরিবর্তনের ফলে সব কিছু গুছিয়ে নেওয়ার পর টেন হাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
“এই টিমটি (ম্যানেজমেন্ট) মাত্র জুন বা জুলাই থেকে কাজ করছে। তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল মাসে ছিল না। সিইও ও স্পোর্টিং ডিরেক্টর কেবল জুলাইয়ে যুক্ত হয়েছেন। তারা খুব কম সময়ের জন্য কাজ করছে। তাই তাদের কিছুটা সময় নিতে হবে এবং যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।”
গত মৌসুমেও দলের বাজে পারফরম্যান্সের পর টেন হাগের চাকরি নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জেতায় সে যাত্রায় বেঁচে যান এই ডাচ কোচ। মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়ানোও হয়।
তবে নতুন মৌসুমে সময়টা একদমই জঘন্য যাচ্ছে ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে প্রথম ছয় ম্যাচের মধ্যে তিনটি হেরে তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার ১৩তম স্থানে।
গত বৃহস্পতিবার ইউরোপা লিগে পোর্তোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে হারের মুখে পড়ে টেন হাগের দল। তবে হ্যারি ম্যাগুয়াইরের শেষ মুহূর্তের গোলে ৩-৩ ড্র করে পয়েন্ট বাঁচায় তারা।
আগামী রোববার লিগে ইউনাইটেডের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার পাঁচ নম্বর দল অ্যাস্টন ভিলা।
মন্তব্য করুন: