ম্যান সিটির অনুরোধ নাকচ প্রিমিয়ার লিগের
৫ অক্টোবর ২০২৪
ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দিকের ম্যাচগুলো স্থগিত রাখার অনুরোধ করেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু গত চার আসরের চ্যাম্পিয়নদের এই অনুরোধ লিগ কর্তৃপক্ষ মেনে নেয়নি বলে জানিয়েছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে নতুন ফরম্যাটে শুরু হবে মাসব্যাপী ক্লাব বিশ্বকাপের আসর। এই প্রতিযোগিতায় ইংল্যান্ড থেকে সিটি ও চেলসি অংশ নেবে। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলা এই প্রতিযোগিতার পর আগস্টে শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। ফলে খেলোয়াড়দের বিশ্রামের জন্য সময় খুবই কম।
শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেন, “আমরা ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যাতে প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচগুলো এক-দুই বা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়, যাতে আমরা ক্লাব বিশ্বকাপের পর ছুটি নিতে পারি। কিন্তু এটা একেবারেই নাকচ করে দেওয়া হয়।”
সিটি কোচের মতে, ক্লাব বিশ্বকাপের সম্প্রসারিত সূচির কারণে খেলোয়াড়দের ওপর চাপ আরও বাড়বে।
গত মাসে সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি জানান, খেলায় বেশি চাপের কারণে খেলোয়াড়রা ধর্মঘটের পথে যেতে পারেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের সম্প্রসারিত ফরম্যাট শুরু হওয়ার পর থেকে চাপ আরও বেড়েছে।
চোটের কারণে পুরো মৌসুম মাঠের বাইরে ছিটকে যাওয়া এই ফুটবলার আরও উল্লেখ করেন, একজন খেলোয়াড়ের ৪০-৫০ ম্যাচ সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারে। কিন্তু তার দলকে যদি সব প্রতিযোগিতায় এগিয়ে যেতে হয়, তাহলে খেলোয়াড়দের ৭০-৮০ ম্যাচ পর্যন্ত খেলতে হতে পারে।
সম্প্রতি বিশ্বব্যাপী ফুটবলারদের সংগঠন ফিফপ্রোও জানিয়েছে, অনেক খেলোয়াড় সপ্তাহে একদিনেরও কম বিশ্রাম পান। ইউরোপের খেলোয়াড় সংগঠনগুলোও ক্লাব বিশ্বকাপের সূচি নিয়ে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে।
মন্তব্য করুন: