মূল গোলরক্ষক ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল
৬ অক্টোবর ২০২৪
লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ব্রাজিল দলে যোগ দেওয়ার কথা ছিল আলিসন বেকারের। কিন্তু ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়ায় আগামী সপ্তাহে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন এই গোলকিপার। শঙ্কা আছে অলরেডদের হয়েও একাধিক ম্যাচে মাঠের বাইরে থাকার।
শনিবার আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারায় লিভারপুল। পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো ইয়োতা নবম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন।
এই জয়ে লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখা আর্নি স্লটের দলের দুর্ভাবনার নাম বেকারের চোট। ম্যাচের ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিং পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী গোলরক্ষক।
ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ানের চোটের অবস্থা জানাতে গিয়ে স্লট জানান, দ্রুতই মাঠে ফিরবেন না বেকার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটিও খেলার সম্ভাবনা দেখেন না তিনি।
“সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে একজন খেলোয়াড় বেরিয়ে যাওয়ার মানে হলো, সে ব্রাজিল দলে নেই। এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার (মাঠে ফিরতে)।”
“সে আমাদের এক নম্বর গোলকিপার। বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য এবং দলের জন্য বড় ধাক্কা।”
পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন নিশ্চিত করে, চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচ দুটিতে বেকার খেলতে পারবেন না। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ওয়েভেরতন।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকাল ৬টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে বাংলাদেশ সময় ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ব্রাজিলের জয় কেবল ৩টিতে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ৫ নম্বরে।
মন্তব্য করুন: