আন্তর্জাতিক বিরতির পর বার্সার হয়ে খেলবেন স্ট্যান্সনে
৬ অক্টোবর ২০২৪
বার্সেলোনায় যোগ দিতে অবসর ভেঙে আবারও ফুটবলে ফিরেছেন পোল্যান্ড গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনে। তবে এখনই স্প্যানিশ ক্লাবটির হয়ে মাঠে নামা হচ্ছে না তার। কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন আন্তর্জাতিক বিরতির পর বার্সেলোনার জার্সি গায়ে অভিষেক হবে স্ট্যান্সনের।
গত ২২ সেপ্টেম্বর লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত শুরুর মাঝেই বড় ধাক্কা খায় বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ে পুরো মৌসুমের জন্য মাঠ থেকে ছিটকে যান নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
সে সময় বার্সেলোনা চাইলে অবসর ভেঙে আবারও মাঠে ফেরার ঘোষণা দেন গত মাসে পেশাদার ফুটবলকে বিদায় জানানো স্ট্যান্সনে। শেষ পর্যন্ত গত সপ্তাহে এই পোলিশ গোলরক্ষককে দলে নেয় বার্সেলোনা।
রোববার আলাভাসেরের বিপক্ষে লিগে নিজেদের নবম ম্যাচে মাঠে নামার আগে স্ট্যান্সনেকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ফ্লিক।
“স্ট্যান্সনে ভালো অবস্থায় আছে। তার অভিজ্ঞতা, স্বভাব ও মানের কারণে আমি মনে করি সে ক্লাবের জন্য খুব ভালো বিকল্প। তাকে পাওয়া দারুণ ব্যাপার। সে আমাদের অনেক সাহায্য করবে। তবে আলাভেসের বিপক্ষে সে খেলছে না।”
আন্তর্জাতিক ফুটবলের জন্য বিরতির পর এক কঠিন সূচি পার করবে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ খেলার তিন দিন পর আগামী ২৬ অক্টোবর লিগে রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাবে তারা। তখনই স্ট্যান্সনেকে মাঠে নামার পরিকল্পনা করছেন বার্সেলোনা কোচ।
“আমি নিশ্চিত আন্তর্জাতিক বিরতির পর স্ট্যান্সনে আমাদের জন্য একটি বিকল্প হবে। বার্সার হয়ে খেলতে পারা তার জন্যও দারুণ হবে। আমরা দেখব অনুশীলনে সে কেমন করে। আমাদের হাতে অনেক সময় আছে।”
লা লিগায় ৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা।
মন্তব্য করুন: