রিয়ালে খেলছেন কিন্তু ফ্রান্স দলে নেই, সমালোচনার মুখে এমবাপ্পে
৮ অক্টোবর ২০২৪
চোট থেকে দ্রুতই সেরে ওঠায় রিয়াল মাদ্রিদের হয়ে সব শেষ দুই ম্যাচে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু উয়েফা নেশন্স লিগের আগামী দুই ম্যাচে ফ্রান্সের হয়ে খেলবেন না ফরাসি অধিনায়ক। জাতীয় দল বাদ দিয়ে ক্লাবকে প্রাধান্য দেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
গত ২৪ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পান এমবাপ্পে। সে সময় ধারণা করা হয়েছিল, অন্তত তিন সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন। কিন্তু দ্রুত সুস্থ হয়ে ওঠায় গত বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচের শেষ ৩৫ মিনিট খেলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
পরদিন নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের জন্য এমবাপ্পেকে ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেছিলেন দিদিয়ের দেশম। সে সময় ফরাসি কোচ জানান, চোট থেকে সেরে ওঠায় এখনই এমবাপ্পেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা।
তবে গত শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রিয়ালের শুরুর একাদশে মাঠে নামেন এমবাপ্পে। এরপরই জাতীয় দলের প্রতি ফরাসি অধিনায়কের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
সোমবার ফরাসি দৈনিক লেকিপে দেশটির সাবেক ফুটবলার মাক্সিম বোসিস এমবাপ্পের কড়া সমালোচনা করে বলেন, “আপনি চোট পাওয়ায় নিজের ক্লাবের হয়ে খেলতে না পারছেন না দেখে এবং জাতীয় দলে ডাক পাননি সেটা ঠিক আছে।”
“কিন্তু যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগে বেঞ্চ থেকে নেমে খেলেন এবং পরে লিগ ম্যাচে শুরু করেন, তখন বিষয়টি বিভ্রান্তিকর হয়ে যায়। সে একজন বিশেষ খেলোয়াড়। মিশেল প্লাতিনির ক্ষেত্রেও আমরা এটি দেখেছি, যখন তিনি চোটে ছিলেন তবুও তাকে দলে চেয়েছিলাম।”
একই দিন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রকাশিত একটি ভিডিওতে এমবাপ্পেকে দলে না রাখা নিয়ে দেশম বলেন, “কিলিয়ান অনেক কিছুর প্রতীক… ক্লাবের স্বার্থ এবং জাতীয় দলের স্বার্থ প্রায়ই ভিন্ন হয়। আমাদের মনে রাখতে হবে, নিয়োগকর্তা হলো ক্লাব, ফেডারেশন নয়।”
বুদাপেস্টে আগামী বৃহস্পতিবার ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ১৪ অক্টোবর ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে দেশমের দল।
নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ইসরায়েল।
মন্তব্য করুন: