ইনিয়েস্তার অবসরে মেসির আবেগঘন বার্তা
৮ অক্টোবর ২০২৪
ইউরোপিয়ান ফুটবল ছেড়েছিলেন ছয় বছর আগেই। এরপর খেলেছেন এশিয়ার বিভিন্ন দেশে। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের এক ক্লাব থেকে ফুটবলকে বিদায় জানিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। এরই সঙ্গে শেষ হলো স্পেন ও বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারের ২২ বছরের পেশাদার ক্যারিয়ার। সাবেক সতীর্থের বিদায় আবেগাপ্লুত করেছে লিওনেল মেসিকে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী ইনিয়েস্তা।
গত বছর জাপানের ক্লাব ভিসেল কোবে ছেড়ে এক বছরের চুক্তিতে এমিরেটস ক্লাবে যোগ দেন ইনিয়েস্তা। ২০২৫ সাল পর্যন্ত আমিরাতের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও তা আর দীর্ঘায়িত করলেন না।
১২ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ইনিয়েস্তার মূল দলে অভিষেক হয় ২০২২ সালে। এখান থেকেই নিজেকে গড়ে তোলেন প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। ক্যারিয়ারের সোনালি সময়ে কাতালান ক্লাবটিতে সতীর্থ হিসেবে পান মেসি, শাভি এরনান্দেস, কার্লোস পুয়েল, জেরার্দ পিকে ও সের্হিও বুসকেতসের মতো ফুটবলারদের। এদের অনেকের সঙ্গেই মাঠ মাতান স্পেনের হয়েও।
দীর্ঘদিনের সাবেক সতীর্থের অবসরের ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ইনিয়েস্তার ছবিসহ মেসি লেখেন, “আমার অন্যতম জাদুকরি সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তাদের একজন। বল তোমাকে অভাব বোধ করবে এবং আমরা সবাইও করব। সবসময় তোমার জন্য শুভকামনা। তুমি একজন ফেনোমেনন।”
বার্সেলোনার হয়ে ক্লাবের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ৬৭৪ ম্যাচ খেলা ইনিয়েস্তা দল ছাড়েন ২০১৮ সালে। দলের হয়ে জেতেন ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ মোট ৩২টি শিরোপা।
এছাড়াও জাতীয় দল স্পেনের হয়ে এই মিডফিল্ডার খেলেন ১৩১ ম্যাচ। ২০০৮ ও ২০১২ সালে টানা দুই বার জাতীয় দলকে ইউরোর শিরোপা জেতাতে বড় অবদান রাখেন তিনি। দেশকে সর্বোচ্চ সাফল্যও এনে দেন ইনিয়েস্তা। ২০১০ বিশ্বকাপের ফাইনালে তার একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।
মন্তব্য করুন: