শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের কষ্টার্জিত জয়

১১ অক্টোবর ২০২৪

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের কষ্টার্জিত জয়

বিশ্বকাপ বাছাইপর্বে সময়টা একদমই ভালো যাচ্ছিল না ব্রাজিলের। চিলির বিপক্ষে ভিনিসুস জুনিয়র ও আলিসন বেকারের মতো তারকাদের ছাড়া খেলতে নেমে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু লুইস এইহিকের শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মাঠে ২-১ গোলের জয় পায় ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।

চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া ফরোয়ার্ড ভিনিসুস ও মূল গোলরক্ষক বেকারকে ছাড়াই মাঠে নামে বাছাইপর্বে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে হারা ব্রাজিল। কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে তারা।

ম্যাচে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সমতায় ফেরে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। সাভিনিয়োর দারুণ ক্রস থেকে হেডে বল জালে জড়ান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ফরোয়ার্ড ইগোর জেসুস।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। ৫২তম মিনিটে প্রতিপক্ষের জালে বলও পাঠায় তারা। কিন্তু রাফিনিয়া অফসাইডে থাকায় তা বাতিল হয়। ৭৪তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন জেসুস।

তবে নির্ধারিত সময়ের শেষ দিকে ব্রাজিলকে আর নিরাশ করেননি এইহিকে। ৮৯তম মিনিটে ব্রুনো গিমারায়েসের কাছ থেকে পাওয়া বলে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দলকে জেতান ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কষ্টার্জিত জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে উঠে এসেছে ব্রাজিল। সমান ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা।

মন্তব্য করুন: