মেসির ফেরার ম্যাচে জিততে পারল না আর্জেন্টিনা

১১ অক্টোবর ২০২৪

মেসির ফেরার ম্যাচে জিততে পারল না আর্জেন্টিনা

চোটের কাটিয়ে প্রায় তিন মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে দলের সবচেয়ে বড় তারকার ফেরার দিনে নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারল না আর্জেন্টিনা। এগিয়ে গিয়েও ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে জয়হীন থাকল লিওনেল স্কালোনির দল।

বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাতুরিনে টানা বৃষ্টির কারণ মাঠের বেশিরভাগ জায়গায় পানি জমে থাকায় গতিময় ফুটবল খেলতে পারেনি কোনো দল। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচ কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে প্রবল বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর খেলা শুরু হয়। তবে মাঠকর্মীদের পানি সরানোর অনেক চেষ্টার পরেও মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে ছিল। ফলে প্রতিনিয়তই বল থেমে থেমে যাচ্ছিল। খেলোয়াড়রাও পিছলে পড়ছিল বারবার।

এরপরও প্রত্যাবর্তনের দিনে দলের প্রথম গোলে কিছুটা অবদান রাখেন মেসি। ১৩তম মিনিটে আর্জেন্টাইন মহাতারকার নেওয়া ফ্রি কিক ফিরিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। তবে বক্সের ভেতর সেই বল পেয়ে যান নিকোলাস ওতামেন্দি। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা গতি ফিরলে পাঁচ মিনিটের ভেতর দুবার আক্রমণে যায় স্বাগতিকরা। কিন্তু নিষেধাজ্ঞায় থাকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বদলে গোলবারের দায়িত্ব সামলানো হেরোনিমো রুল্লিকে ফাঁকি দিতে পারেনি কেউ।

তবে ৬৫তম মিনিটে আর্জেন্টাইন গোলরক্ষককে ফাঁকি দিয়ে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান সালোমোন রন্দন। শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ সমতায় শেষ হয়।

৯ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্টে নিয়ে তালিকার শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল।

মন্তব্য করুন: