ফিফার বিরুদ্ধে ইইউতে অভিযোগ করবে লা লিগাসহ ৩ সংগঠন

১২ অক্টোবর ২০২৪

ফিফার বিরুদ্ধে ইইউতে অভিযোগ করবে লা লিগাসহ ৩ সংগঠন

আন্তর্জাতিক ফুটবলে ঠাসা সূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিফার বিরুদ্ধে অভিযোগ করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ লা লিগা, ইউরোপের লিগ পরিচালনা সংস্থা ইউরোপিয়ান লিগস পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

আগামী সোমবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে এই তিনটি সংগঠন ইইউ -এর অ্যান্টিট্রাস্ট রেগুলেটরে এই অভিযোগ আনার পরিকল্পনা করছে।

ফুটবলের ক্রমবর্ধমান আন্তর্জাতিক সূচি এবং এর ফলে খেলোয়াড়দের ওপর শারীরিক মানসিক চাপের বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো।

লা লিগা, ইউরোপিয়ান লিগস ফিফপ্রোর তরফ থেকে বলা হয়, ফিফার সম্প্রসারিত আন্তর্জাতিক ম্যাচের সূচি খেলোয়াড়দের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, যার মধ্যে রয়েছে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ ক্লাব বিশ্বকাপ। এর ফলে স্থানীয় লিগগুলো ক্ষতির মুখে পড়ছে। ফিফার বিরুদ্ধে তাদের বাজার নিয়ন্ত্রণের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে।

এইসব অভিযোগের প্রেক্ষিতে ফিফা জানায়, বর্তমান সূচিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। এটি তৈরির সময় ফিফপ্রো এবং লিগ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হয়েছিল।

মন্তব্য করুন: