নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটে জার্মানি

১৫ অক্টোবর ২০২৪

নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটে জার্মানি

উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। আক্রমণাত্মক ফুটবল খেলে ডাচদের ১-০ গোলে হারায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সোমবার আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর আগে সম্প্রতি জাতীয় দল থেকে বিদায় নেওয়া তিন জার্মান তারকা মানুয়েল নয়ার, টমাস মুলার ইলকায় গুন্দোয়ানকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারকও।

এরপর ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলা জার্মানরা এগিয়ে যায় বিরতির পর। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমে ৬৪তম মিনিটে গোল করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড জেমি লুয়েলিং। সেই ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

শেষ দিকে পাল্টা আক্রমণে ডাচরা ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি।

গত মাসে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দেখায় রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডস সঙ্গে - গোলে ড্র করেছিল জার্মানি। এবারের জয়ে শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি শেষ আটও নিশ্চিত করল তারা।

গ্রুপের আরেক ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারায় হাঙ্গেরি।

লিগের তিন নম্বর গ্রুপে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইউলিয়ান নাগালসমানের দল। পয়েন্ট নিয়ে পরের স্থানে নেদারল্যান্ডস। সমান ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে হাঙ্গেরি। ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে বসনিয়া।

মন্তব্য করুন: