চোট থেকে সেরে অনুশীলনে নেইমার
২০ অক্টোবর ২০২৪
হাঁটুর চোট থেকে সেরে ওঠায় আল-হিলালের সঙ্গে অনুশীলনে ফিরেছেন নেইমার। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দল আল-আইন বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকা থাকবেন বলে জানিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর থেকে আর মাঠে নামেননি ৩২ বছর বয়সী নেইমার। পরের মাসে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের (এসিএল) চোট থেকে সেরে উঠতে এই তারকা ফরোয়ার্ডের অস্ত্রোপচার করা হয়।
গত বছর ফরাসি ক্লাব পিএসজি থেকে প্রায় ৯০ মিলিয়ন ইউরোতে সৌদি আরবে পাড়ি জমান নেইমার। তবে চোটের কারণে আল-হিলালের হয়ে এখন পর্যন্ত কেবল পাঁচটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার আগে তিনি পেশির সমস্যায়ও ভুগছিলেন।
নেইমারের ফেরা নিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল-হিলাল জানায়, “আল-হিলাল আনন্দের সাথে জানাচ্ছে যে নেইমার আল-আইনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য দলে যোগ দিচ্ছেন। তিনি ফিরে এসেছেন।”
আরেকটি টুইটে ক্লাব কর্তৃপক্ষ জানায়, নেইমার তার পুনর্বাসন কর্মসূচি শেষ করার পর দলের অনুশীলনে অংশ নিয়েছেন।
সোমবার আরব আমিরাতের হজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে আল-আইনের বিপক্ষে মাঠে নামবে আল-হিলাল।
মন্তব্য করুন: