ভিনিসুসের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন
২৩ অক্টোবর ২০২৪
চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ঘণ্টাখানেক সেই ব্যবধান ধরে রাখল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু এরপরই যেন ভয়ঙ্কর রূপে ফিরে আরেকটি ঘুরে দাঁড়ানোর গল্প লিখল রিয়াল। ভিনিসুস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে ডর্টমুন্ডকে গুঁড়িয়ে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ৩৩ মিনিটের মধ্যে এই পাঁচ গোল করে বর্তমান চ্যাম্পিয়নরা।
পুরো ম্যাচে গোলের জন্য ২৬ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। আর ডর্টমুন্ডের ৮ শটের ৭টিই ছিল লক্ষ্যে।
৩০তম মিনিটে ডোনিয়েল মালেন এবং ৩৪তম মিনিটে জেমি গিটেন্সের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেয় ডর্টমুন্ড। একই সঙ্গে গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার পথেও অনেকটাই এগিয়ে যায় জার্মান ক্লাবটি।
কিছু বুঝে ওঠার আগেই দুই গোল হজম করার পর গতি ফেরে রিয়ালের খেলায়। তবে রদ্রিগো ও জুড বেলিংহ্যামের পরপর দুটি শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় তারা। প্রথমার্ধের শেষ দিকে ডর্টমুন্ড আরেকটি জোরাল আক্রমণ চালালেও দুর্দান্ত নৈপুণ্যে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় আনচেলত্তির শিষ্যরা। একের পর এক আক্রমণের পর সফলতা মেলে ৬০তম মিনিটে। কিলিয়ান এমবাপ্পের দারুণ এক ক্রস থেকে লাফিয়ে হেড থেকে বল জালে জড়ান জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। দুই মিনিটের মাথায় ভিনিসুসের গোল সমতায় ফেরে রিয়াল।
৮২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লুকাস ভাসকেসের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। এরপরের পুরো গল্পটাই শুধু ভিনিসুসের। মিনিট চারেক পর নিজেদের ডি-বক্সের পাশ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়িয়ে সমর্থকদের উল্লাসে মাতান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি একক নৈপুণ্যে গোল করে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন ভিনিসুস।
নতুন ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে লিলের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল। পয়েন্ট তালিকায় অবনমনও হয়েছিল তাদের। এবার ডর্টমুন্ডকে হারিয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ডর্টমুন্ড।
আগামী শনিবার লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন: